ছোট পর্দার পরিচিত মুখ লেখা চট্টপাধ্যায়। সদ্যই তাঁর মেগা 'রোশনাই' শেষ হলেও তিনি বাংলার দর্শকদের কাছে 'গরিমা' নামেই বেশি পরিচিত। খলনায়িকা হিসেবে পর্দায় ধরা দিলেনও অভিনয়ের গুণে তিনি সকলের মনে জায়গা করে নিয়েছেন। তবে এবার একেবারে বিয়ের সাজে ধরা দিলেন অভিনেত্রী। তবে কি সাতপাকে বাঁধা পড়লেন নাকি? সকলকে না জানিয়ে চুপি চুপি বিয়ের পিঁড়িতে বসলেন? ব্যাপার কী?
আরও পড়ুন: কয়েক মাস আগেই ভেঙেছে বিয়ে, ‘আমার বলে কিছুই নেই…’, হঠাৎ কেন লিখলেন সুস্মিতা?
মঙ্গলবার লেখা নিজের নতুন কনে বেশের ছবি প্রকাশ্যে এনেছেন। টুকটুকে লালা বেনাসরী, মাথায় ভেল, কপালে লাল টিপ সঙ্গে কল্কা, গলায় ভারী নেকলেস, ঝোলা হার, হাতে বালা, শাঁখা-পলা, কানে ঝোলা দুল পরে একদম নতুন কনের সাজে ধরা দিয়েছিলেন নায়িকা। খোঁপায় সাদা জুঁইয়ের মালা, হাতে পান নিয়ে বেশ মিষ্টি লাগছিল অভিনেত্রীকে।
কিন্তু হঠাৎ কেন এমন পোস্ট করলেন তিনি? তবে কি এবার চুপিচুপি বিয়ের সারলেন লেখা? আরে না না, একটা ফটো শ্যুটের জন্যই লেখা এমন সেজে ছিলেন। রূপসজ্জা শিল্পী কাজু গুহ নায়িকাকে এমন মিষ্টি কনের বেশে সাজিয়ে ছিলেন। আর সেই ছবি ভাগ করে নেন লেখা। কনে সাজের একগুচ্ছ ছবি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘মিলন হবে কত দিনে?’
আরও পড়ুন: মধুমিতার গলায় র্যাপ, ডাক্তারের ভূমিকায় নীল! 'ভোলে বাবা পার করেগা'র নতুন প্রোমোয় বড় চমক
তাঁর এই ছবি প্রকাশ্যে আসতেই নায়িকাকে ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। একজন তাঁর শেষ হয়ে যাওয়া মেগা 'রোশনাই' -এর প্রসঙ্গ টেনে লেখেন, ‘আরে তুমি আবার কোনের সাজে। এবার কি আরণ্যকের সঙ্গে বিয়ে হচ্ছে?’ আর একজন লেখেন, ‘কোনের সাজে তোমায় বেশ মিষ্টি লাগে।’ আর এক অনুরাগী লেখেন, ‘একদিন বাস্তবেও তুমি এমন সুন্দর করে বউ সাজবে।’ আর একজন লেখেন, ‘ওমা কী সুন্দর গো।’
কাজের সূত্রে, স্টার জলসার ‘বিজয়িনী’ ধারাবাহিক দিয়ে বিনোদন জগতে পা রেখেছিলেন নায়িকা। তবে নানা কারণে সেই মেগা থেকে বাদ পড়েন। কিন্তু তাতে কোনও ভাবেই দমে যাননি নায়িকা। আবার তিনি ফিরেছেন। ‘বিজয়িনী’ থেকে বাদ পড়বার পর জি বাংলার ‘জীবন সাথী’ ধারাবাহিকে সংকল্পর বোন সঞ্চিতার চরিত্রে অভিনয় করেছেন লেখা। তবে মডেলিং-ই তাঁর মূল প্যাশন। একটি সৌন্দর্য প্রতিযোগিতার সুবাদে চর্চায় উঠে এসেছিলেন লেখা। একাধিক মেগার পাশাপাশি দেবালয় ভট্টাচার্যের ‘বোকাবাক্সতে বন্দি’ সিরিজে নায়িকাকে দেখা গিয়েছিল। তাছাড়াও বড় পর্দাতেও তাঁকে বেশ কয়েকবার দেখা গিয়েছে। বিশেষ করে 'মিতিন মাসি'র 'টুপুর'-এর ভূমিকায় তাঁকে দেখেছেন দর্শকরা।