বেশ কিছুদিন আগেই জানা গিয়েছে নীল ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে ফের ছোট পর্দায় ফিরবেন মধুমিতা সরকার। তারপর মেগার প্রথম প্রোমোও কিছু দিন আগে মুক্তি পায়। আর মঙ্গলবার প্রকাশ্যে এল মেগার নতুন প্রোমো। আগের প্রোমোয় কেবল মধুমিতাকেই একা দেখা গিয়েছিল। দেখা মেলেনি নীলের। নতুন প্রোমোয় দেখা গেল নায়ককে।
আরও পড়ুন: নজরুল-বঙ্কিমের মেলবন্ধন! ইমন-দুর্নিবারদের কন্ঠে মুক্তি পেল 'দেবী চৌধুরাণী'র প্রথম গান
প্রোমোর শুরুতেই দেখানো হয়েছে রান্না করছেন এক মহিলা পাশাপাশি শহরের এক গলির ভিতর বেশ ভিড় ও শব্দ, তার মধ্যে থেকেই আবহে ভেসে আসছে মধুমিতার কন্ঠে র্যাপ। তারপরই পর্দায় দেখা মেলে নায়িকার। দেখা যায় র্যাপ করতে করতেই খেতে বসছে মধুমিতা থুড়ি পর্দার 'ঝিল'। আর তার মা রান্না করছে। এরপরই দেখা মেলে ঝিলের বাবার। তাঁকে দেখে র্যাপ থামিয়ে দেয় ঝিল। পাতে ভাতের সঙ্গে ডাল আর তরকারি দেখে বেশে রেগে যায় ঝিলের বাবা। সে চিৎকার করে বলে ওঠে 'আমার মাংস কোথায়?' তারপর ঝিলের মা কে বলতে শোনা যায়, ‘টাকা আসবে কোথা থেকে কিস্তি দিতে হবে না’।
এরপর তার বাবা খাবার থালা ছেড়ে উঠে গরম কড়াইয়ের সামনে তার মাকে ঠেলে মারধর শুরু করে। ঝিল এসে বাঁচায় মাকে। তারপর রাগে সে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে যায়। এরপরই দেখা যায় মাথায় রুমাল বেঁধে রাস্তায় মাইক হাতে র্যাপ করছে সে। আর তাকে ঘিরে একরাশ দর্শক। তবে এই সব কিছুর মাঝেই একটা গাড়ি এসে পড়ে। সেই গাড়িতেই দেখা মেলে নীলের। এই ধারাবাহিকে নায়ককে চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে।
আরও পড়ুন: 'মহিষাসুরমর্দ্দিনী'তে দেবী রূপে এবার কৌশানি! মহালয়ায় কোন চ্যানেলে দেখা যাবে নায়িকাকে?
রাস্তায় ভিড় দেখে নীলের অভিনীত চরিত্র গাড়ি থেকে নেমে আসে। তারপর ঝিলকে ডেকে বলে, ‘রাস্তা জ্যাম করে নাচ গান হচ্ছে।’ এরপর ঝিলকে বলতে শোনা যায়, 'গরীবের গান রাস্তায় হবে না তো কি আপনার রাজপ্রাসাদে হবে?' আর তার কথা শুনে হেসে ওঠে শ্রোতারা। তখন সকলকে থামিয়ে নায়ক বলে, ‘আমার একটা ওটি আছে আমাকে নার্সিংহোমে যেতে হবে।’ তা শুনে ঝিল বলে, ‘নার্সিংহোমে যাবেন তো পয়সা কামাতে।’ এরপর ফের নায়ককে বলতে শোনা যায়, 'আমি রোগীর টাকা পয়সা দেখে ওঁদের চিকিৎসা করি না।' আর তা শুনে ঝিল নিজেই রাস্তা পার করিয়ে দেয় নায়ককে।
নায়কের গাড়ির বনেটের উপর বসে সে রাস্তার ভিড় সরিয়ে দেয়। তখন নায়কের গাড়ির চালককে বলতে শোনা যায়, ‘আমাদের পাড়ার মেয়ে স্যার ঝিল। বাবা খুব অত্যাচার করে, মা লোকের বাড়ি কাজ করে সংসার চালায়। খুব কষ্টের জীবন মেয়েটার।’ তবে এই মেগা কবে আসবে তা এখনও জানানো হয়নি চ্যানেলের পক্ষ থেকে।