এবার পুজোয় আছে 'দেবী চৌধুরাণী'। ১৩ অগস্ট মুক্তি পেয়েছিল 'দেবী চৌধুরাণী'র টিজার। বহু দিন ধরে ছবি মুক্তি আটকে থাকার পর অবশেষে এই ছবির টিজার প্রকাশ্যে আসতে এক প্রকার আবেগে ভেসেছিলেন দর্শকরা। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম গান, ‘দুর্গম গিরি কান্তার মরু’।
আরও পড়ুন: 'মহিষাসুরমর্দ্দিনী'তে দেবী রূপে এবার কৌশানি! মহালয়ায় কোন চ্যানেলে দেখা যাবে নায়িকাকে?
মঙ্গলবার মুক্তির পেয়েছে ছবির এই নতুন গান। এর আগে এক বলিউড ছবিতে কাজী নজরুল ইসলামের এই গান ব্যবহার করা হয়েছিল। কিন্তু তখন সঙ্গীত পরিচালকদের কম্পোজিশনের কারণের তাঁদের নানা কটাক্ষের শিকার হতে হয়েছিল। আর এবার বাংলার উজ্জ্বল সব নক্ষত্ররা সেই গান গেয়ে ফের বাংলার হয়েই যেন নতুন করে জবাব দিলেন। তবে ‘দুর্গম গিরি কান্তার মরু’র সঙ্গে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'বন্দেমাতরম' গানটিও রাখা হয়েছে। ছবিতে গানটি পরিচালনা করেছেন পন্ডিত বিক্রম ঘোষ। গানটি গেয়েছেন পন্ডিত বিক্রম ঘোষ, ইমন চক্রবর্তী, দুর্নিবার সাহা, উজ্জয়িনী মুখোপাধ্যায় ও তিমির বিশ্বাস। গানটি প্রকাশ্যে আসতেই দর্শকরা ভালোবাসায় ভরে দিয়েছেন।
প্রসঙ্গত, এই ছবি মুক্তির আগেই তার মুকুটে যোগ হয়েছে নতুন পালক। ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবসে উপলক্ষ্যে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে 'দেবী চৌধুরাণী'র টিজার প্রদর্শন করা হয়েছিল চলতি বছরের ১৫ অগস্টে।
আরও পড়ুন: পর পর ৪টে হিট মেগা, সাপ ভালোবাসে সৃজিতের ছবির এই নায়ক! চিনতে পারছেন ইনি কে?
উল্লেখ্য, কিছুদিন আগেই এই ছবির টিজার প্রকাশ্যে এসেছিল। সেখানে প্রথমেই পর্দার 'ভবানী পাঠক' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে গুরুগম্ভীর গলায় বলতে শোনা যায়, ‘১৭৭০ খ্রিস্টাব্দে লোভী ইংরেজদের হাত থেকে মাতৃভূমিকে বাঁচাতে গর্জে ওঠা এক দল সন্ন্যাসী বিদ্রোহীদের ইতিহাস এই গল্পে। একবিন্দু লোহা থেকেই গড়ে ওঠে এক শাণিত তরবারি।’ এরপরই দেখা যায় শিষ্যকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন ভবানী পাঠক। আর সেই শিষ্য হল 'প্রফুল্ল' তথা 'দেবী চৌধুরানী'। অর্থাৎ শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
Adited Motion pictures - এর পক্ষ থেকে টিজারটি প্রকাশ্যে আনা হয়। সেটি শেয়ার করে ক্যাপশনে লেখা ছিল, ‘আমরাও লড়াই ফিরিয়ে দেব। এই গল্প গৌরবময় ইতিহাসের গল্প। বাংলার সংস্কৃতির গল্প, বাংলার মাটির গল্প। এই দেবীপক্ষে আসছে দেবী চৌধুরানী।’
ছবিটি পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র। প্রযোজনা করেছেন অপর্ণা দাশগুপ্ত। শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টপোপাধ্যায় ছাড়া অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায় এবং অ্যালেক্স ও'নিল। বীরভূম থেকে ঝাড়খন্ড সর্বত্র চলেছে এই ছবির শ্যুটিং।