পরিপাটি চুল, মুখে লেগে হালকা হাসি, লাল-হলুদ টি শার্ট পরা এই ছেলেটিকে চিনতে পারছেন? এখন কিন্তু তিনি আর ছোট্টটি নেই। তিনি এখন বাংলার ছোট পর্দার অতি পরিচিত মুখ। পর পর ৪টি মেগায় নায়ক হিসেবে তাঁকে দেখেছেন দর্শকরা। পাশাপাশি সিরিজ থেকে একাধিক মিউজিক ভিডিয়োতেও অভিনেতাকে দেখা গিয়েছে। নায়ক এখন সৃজিতের সিনেমার অন্যতম প্রধান মুখ। তবে কেবল অভিনয় নয়, নায়কের পশুপ্রেমও থাকে চর্চায়। চিতা থেকে পাইথন -সহ নানা সাপকে অবলীলায় আদরে, স্নেহে ভরে দেন। বলুন তো ইনি কে?
চিনতে পারলেন কি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছেন ইনি হলেন জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। আজ অর্থাৎ মঙ্গলবার নায়কের জন্মদিন। এ বছর ২৬-এ পা দিলেন তিনি। তবে এত অল্প বয়সেই তিনি যে পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছেন তা অভাবনীয়। জি বাংলার 'জয়ী' ধারাবাহিকের হাত ধরে তিনি বিনোদন জগতে পা রাখেন। দেবাদৃতা বসুর বিপরীতে এই ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছিল।
তারপর একে একে অন্বেষা হাজরার সঙ্গে ‘চুনি পান্না’ ও পরে শ্রুতি দাসের সঙ্গে 'দেশের মাটি' ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছিল। তারপর তাঁর সবচেয়ে জনপ্রিয় মেগা 'অনুরাগের ছোঁয়া' শুরু হয়। সেখানে প্রায় চার বছর ‘ড. সূর্য সেনগুপ্ত’-এর রূপে দেখা মিলেছিল নায়কের। স্বস্তিকা ঘোষের সঙ্গে তাঁর 'সুদীপা' জুটি এখনও দর্শকদের মনের মণিকোঠায়।
আরও পড়ুন: মন্দাকিনীর জন্য গান করলেন ঋতুপর্ণা! প্রসেনজিতের প্রশংসায় পঞ্চমুখ চঞ্চল
তবে এবার 'সূর্য-দীপা'র পথ চলা শেষ হতে চলেছে, কিন্তু মেগা শেষ হচ্ছে না। সেখানে দেখা যাবে নতুন প্রজন্মকে। কিন্তু 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে আর দেখা যাবে না অভিনেতাকে। তাই কিছুটা হলেও পর্দার ‘সূর্য’ও মন খারাপ। সেই প্রসঙ্গে নায়ক হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেছিলেন, ‘ভালোই মন খারাপ। আর এটা খুব স্বাভাবিকও। প্রায় ৪ বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি। ওই টিমটার সঙ্গেই আমার দিনের বেশির ভাগ সময়টা কাটত। তাঁদের সঙ্গেই সবটা শেয়ার করে নিতাম, রাগ, দুঃখ, হাসি, কান্না। ফলে মন তো খারাপ হবেই। আমি বাইরে যতই ম্যাচিওর ভাবে সবটা সামনে নিই না কেন, আমার ভিতরে কী হচ্ছে সেটা তো আমি জানি।’ এই ধারাবাহিক প্রায় ১ বছর টানা টিআরপি টপার হয়েছিল।
তবে মেগার কাজ শেষ হলেও সামনে তাঁর নতুন চ্যালেঞ্জ। কারণ এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন তিনি। তাঁকে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে…' তে দেখা যাবে। যদিও ছবির শ্যুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে।