এক চিকিৎসক 'সূর্য' আর এক মা হারা, পরোপকারী মেয়ের 'দীপা' ভালোবাসার গল্প নিয়ে শুরু হয়েছিল 'অনুরাগের ছোঁয়া'-এর সিজন ১। তারপর মাঝে অনেক ওঠা-পড়া এসেছে। কখন বিচ্ছেদের হয়েছে, আবার কখনও ভালোবাসার টানে এক হয়েছে ‘সুদীপা’। তবে কেউ কাউকে একেবারে ছেড়ে যায়নি। কিন্তু সব কিছুরই শেষ হয়, শেষ না হলে নতুন শুরু সম্ভব নয়। আর তাই সেই শেষের পথেই হাঁটল ‘সূর্য-দীপা’। স্মৃতি হিসেবে রেখে গেল 'সুদীপা'কে।
এই 'সুদীপা' হাত ধরেই শুরু হচ্ছে 'অনুরাগের ছোঁয়া'-এর সিজন ২। সেখানে পর্দার দীপা স্বস্তিকা ঘোষকে নতুন রূপে ‘সুদীপা’র বেশে দেখা গেলেও 'সূর্য' দিব্যজ্যোতি দত্তকে আর দেখা যাবে না। এখানেই মেগার সঙ্গে তাঁর ৪ বছরের জার্নি শেষ। ‘অনুরাগের ছোঁয়া’ থাকবে কিন্তু সেখানে থাকবে না দিব্যজ্যোতি, মনের কোণে কি কোথাও মন খারাপের মেঘ জমেছে? বড় পর্দার কারণেই কি এই সিদ্ধান্ত? সবটা জানতে হিন্দুস্তান টাইমস বাংলা যোগাযোগ করেছিল নায়কের সঙ্গে।
‘অনুরাগের ছোঁয়া’ নতুন প্রোমোয় নেই ‘সূর্য-দীপা'র গল্পের ছায়া। একেবারে নতুন রূপে আসছে মেগা। তাই প্রোমো দেখেই একপ্রকার হইচই পড়ে যায়। অনেক দর্শক 'সূর্য'কে দেখতে না পেয়ে বেশ হতাশ হন। তাঁদের উদ্দেশ্যে নায়ক বলেন, ‘সূর্য-দীপা’র জার্নি এতটাই ছিল। নতুন প্রোমোয় দেখা গিয়েছে 'অনুরাগের ছোঁয়া' নতুন রূপে। সেখানে ‘সূর্য-দীপা’র পরবর্তী প্রজন্ম ‘সুদীপা’র গল্প শুরু হচ্ছে। এবার মেগায় আমার খুব পছন্দের একজন অভিনেতা রাহুলদা (রাহুল মজুমদার) রয়েছেন। রাহুলদা বলেন আমি ওঁর ভাইয়ের মতো। আর সত্যি তাই। তিনি একজন দক্ষ অভিনেতাও। ফলে আমার বিশ্বাস আমাদের মেগা আবার হিট হবে।'
তবে অনেকের মনেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তবে কি মেগা শেষ হয়ে গেল? সেই প্রসঙ্গে নায়ক বলেন, ‘আমাকেও অনেকে এই প্রশ্ন করেছিলেন। কিন্তু 'অনুরাগের ছোঁয়া' শেষ হয়নি। আসলে 'সূর্য-দীপা'র গল্প এতটাই ছিল, সেটা শেষ হল।'
কিন্তু মেগার সঙ্গে প্রায় ৪ বছরের পথ চলা, একটু একটু মন খারাপের মেঘ কি জমেছে মনে কোণে? যেতে যেতে সূর্য কী দিয়ে গেল নায়ক কে? দিব্যজ্যোতির কথায়, ‘একটু না ভালোই মন খারাপ। আর এটা খুব স্বাভাবিকও। প্রায় ৪ বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি। ওই টিমটার সঙ্গেই আমার দিনের বেশির ভাগ সময়টা কাটত। তাঁদের সঙ্গেই সবটা শেয়ার করে নিতাম, রাগ, দুঃখ, হাসি, কান্না। ফলে মন তো খারাপ হবেই। আমি বাইরে যতই ম্যাচিওর ভাবে সবটা সামনে নিই না কেন, আমার ভিতরে কী হচ্ছে সেটা তো আমি জানি। ’
এই মেগার সূত্র ধরেই প্রারব্ধি সিংহর সঙ্গে বন্ধুত্ব হয় নায়কের। তাছাড়াও এই মেগায় কাজ করতে করতেই অভিনেতার কাছে তাঁর প্রথম ছবির অফার আসে। শুধু কি তাই বাংলা ধারাবাহিকের দুনিয়ায় নানা রেকর্ড গড়েছে এই মেগা। তাই নায়ককের জনপ্রিয়তা যে অনেকখানি বৃদ্ধি পেয়েছে তা বলাই বাহুল্য। সব মিলিয়ে এই মেগার হাত ধরে নায়কের প্রাপ্তির ভাঁড়ার এককথায় পরিপূর্ণ।
তিনি বলেন, ‘আমরা টানা এক বছর বেঙ্গল টপার ছিলাম। তাছাড়াও বাংলা ধারাবাহিকের ইতিহাসে প্রথম আমাদের মেগা ইংরেজিতে ডাবিং করে স্টার লাইফ আফ্রিকাতে চলে। ভারতীয় অনেক মেগাই চলে আফ্রিকায়। কিন্তু বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে ‘অনুরাগের ছোঁয়া’ই প্রথম। ২০২৩-এ একটা রিপোর্টে প্রকাশ্যে এসেছিল। সেখানে বলা হয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’ ভারতের সেরা ১০ ধারাবাহিকের মধ্যে অন্যতম।’
তবে এই শীতেই নায়ক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে…’ হাত ধরে বড় পর্দায় ডেবিউ সারতে চলেছেন। কানাঘুষোয় আরও নানা কাজের খবর শোনা যাচ্ছে। তাই বড় পর্দাই কি ছোট পর্দা থেকে সরে আসার কারণ? আর কি তবে ছোট পর্দায় দেখা মিলবে না তাঁর? প্রশ্ন ছুঁড়ে দিতেই নায়কের জবাব, ‘আমি নিজেও জানি না আমি এর পর কী করব। আমাদের হাতে কিছুই থাকে না। আমরা কেবল প্রস্তুতি নিতে পারি আর কাজ করতে পারি। আর আমার কাছে মঞ্চ হোক বা মেগা কিংবা সিনেমার পর্দা সবটাই সমান। সব ক্ষেত্রেই যাঁরা কাজ করেন তাঁরা সকলেই অভিনেতা। আমি সব জায়গাতেই সমান গুরুত্ব দিয়ে কাজ করি। আমি কখনও ভাবিনি যে, এবার শুধু সিনেমা করব আর মেগা করব না। আমার কাছে যেমন সুযোগ আসবে আমি সেই ভাবে এগিয়ে যাব। সব ধরনের কাজ করব, আর যেটাই করি মন দিয়ে করব, নিজের ১০০ শতাংশ দিয়ে। আসলে দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাজ নিয়ে নিজেকে খুশি দেখলেই আমি মনে করব সব ঠিক আছে।’
তবে এরপর নায়কের ‘লহ গৌরাঙ্গের নাম রে…’ তো আসছে। কিন্তু এর মাঝে ছোটপর্দার আর এক পরিচিত মুখ অঙ্কিতা মল্লিককে দেখা গিয়েছিল দিব্যজ্যোতির সঙ্গে। গুঞ্জন শোনা যাচ্ছিল তাঁদের নতুন কাজ নাকি আসছে। এই প্রশ্ন করতে খানিক ধোঁয়াশাতেই রাখেন নায়ক। তিনি বলেন, ‘রানাদা (রানা সরকার) পোস্ট করেন ওই ছবিটা। সেটা আমরাও শেয়ার করেনি। সেখান থেকেই এই খবরটা ছড়িয়ে পড়ে। তবে আমাদের নতুন কাজ আসবে কিনা তা নিয়ে কিছু বলাটা কঠিন এই মুহূর্তে। আসতেও পারে, আবার নাও পারে।’ পাশাপাশি নায়ক এও জানান, 'লহ গৌরাঙ্গের নাম…', ছাড়া এই মুহূর্তে তাঁর নতুন কোনও কাজের কথা চলছে না। আপাতত এই ফাঁকা সময়টায় নিজেকে আর একটু ঘষামাজা করে নিতে চান তিনি।
তবে মেগার সিডিউলের মধ্যেও নায়ক নানা জায়গায় ঘুরে এসেছেন। এখনও তো হাতে বেশ কিছুটা ফাঁকা সময়, তাহলে সামনেই কি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে নায়কের? প্রশ্নে অভিনেতা জানান, এই মুহূর্তে তাঁর কোথাও ঘুরতে যাওয়ার কোনও পরিকল্পনা নেই।