ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক ঘোষণার পর এবার সারা দেশজুড়ে শুরু হল আমেরিকান পণ্য বয়কটের ডাক। সম্প্রতি বাবা রামদেবও একই ডাক দিলেন। সংবাদমাধ্যম এএনআইকে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকান সংস্থাগুলির সমস্ত পণ্যকে এবার বয়কট করতে হবে। ম্যাকডোনাল্ড, পেপসি, কোকাকোলা, সাবওয়ে, কেএফসি-র মতো বিভিন্ন খাদ্য বিপণন সংস্থা ভারতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে চলেছে। এইসব সংস্থাকে বয়কটের ডাক দিলেন রামদেব।
নিজের দেশেও প্রশ্নের মুখে মার্কিন প্রেসিডেন্ট
রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প সরকার। এই শুল্কনীতি নিয়ে নিজের দেশেও আইনি জটে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে ভারতের উপর মার্কিন শুল্কের হার বিশ্বের অন্যান্য দেশগুলির থেকে সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতেই মার্কিন পণ্য বয়কটের ডাক দেওয়া হল।
আরও পড়ুন - ট্রাম্পের শুল্ক ঝড়ের মাঝে চিন সফরে মোদী! সাদরে অভ্যর্থনা, অ্যাজেন্ডায়...
বিশ্বের বেশ কিছু দেশে শুরু বয়কট
প্রসঙ্গত, বিশ্বের বেশ কিছু দেশে ইতিমধ্যেই মার্কিন পণ্য বয়কট করতে শুরু করেছেন প্রবাসী ভারতীয়রা। ফ্রান্স, কানাডা, ব্রিটেনে অনেকেই বয়কট শুরু করে দিয়েছেন। স্বদেশি দ্রব্য ব্যবহারের জন্য উৎসাহ জোগাচ্ছেন স্বয়ং রামদেবও। তাঁর কথায়, কোনও মার্কিন সংস্থার দোকানে যেন ভারতীয়দের দেখা না যায়। সারা দেশ জুড়ে বিশাল আকারের বয়কট করার ডাক রামদেবের। একবার তা করা গেলে মার্কিন যুক্তরাষ্ট্রে হইচই শুরু হয়ে যাবে বলে দাবি তাঁর।
আরও পড়ুন - মুনস্টোনের বাটি, পশমিনা শাল… জাপানের প্রধানমন্ত্রীকে আর কী কী উপহার দিলেন মোদী?
স্বদেশি দ্রব্যের জন্য ডাক মোদীরও
চলতি মাসের গোড়াতেই স্বদেশি দ্রব্য ব্যবহারের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি বলেছিলেন, ভারতকে যদি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বানাতে হয়, তাহলে স্বদেশি উদ্যোগগুলিকে বেশি করে সমর্থন করা দরকার। এর জন্য স্বদেশি দ্রব্য বেশি করে কেনা শুরু করতে হবে। এমন দ্রব্য কিনতে হবে, যা তৈরি করার জন্য একজন ভারতীয়কে পরিশ্রম করতে হয়েছে। কিছুটা সেই সুর বজায় রেখেই এবার রামদেবের মুখে শোনা গেল বয়কটের প্রসঙ্গ।