মাঝ আকাশে আগুন আতঙ্ক। উড়ানের কিছুক্ষণের মধ্যেই দিল্লি বিমানবন্দরে ফিরে এল এয়ার ইন্ডিয়ার বিমান। রবিবার সকালে দিল্লি থেকে ইন্দোর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এআই২৯১৩ বিমানটি। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গেই জরুরি পদক্ষেপ নিয়ে ইঞ্জিনটি বন্ধ করে দেন পাইলটরা এবং বিমানটিকে ফের দিল্লিতে ফিরিয়ে আনা হয়।যাত্রী ও বিমানকর্মীর সকলেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থা। (আরও পড়ুন: জিনপিংয়ের সঙ্গে বৈঠকে উঠল সীমান্ত ইস্যু, চিনা প্রেসিডেন্টকে কী বললেন মোদী?)
আরও পড়ুন: ট্যারিফ দ্বন্দ্বে ভারতকে 'অনমনীয়' অবস্থান পুনর্বিবেচনার আহ্বান প্রাক্তন আমলার
জানা গেছে, রবিবার ভোর ৫টা বেজে ৩৫ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে টেক-অফ করে ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার উড়ান এআই২৯১৩। নিশ্চিত মনে উড়ান ধরেন ৯০ জন যাত্রী। সকাল ৭টা বেজে ১০ মিনিটে ইন্দোরে পৌঁছনোর কথা ছিল বিমানটির। কিন্তু বিমানবন্দর ছাড়ার পর আকাশে উড়তেই বিমানের ডানদিকের ইঞ্জিনে আগুন দেখতে পারেন বিমানকর্মীরা। সতর্কবার্তা যায় ককপিটে। সঙ্গে সঙ্গে সেই ইঞ্জিনটি বন্ধ করে, অন্য ইঞ্জিনের সাহায্যে দিল্লি ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট। যোগাযোগ করেন দিল্লি বিমানবন্দরের সঙ্গে। কর্তৃপক্ষ বিষয়টি জানানোর পরই জরুরি অবতরণের ছাড়পত্র মিলতে দেরি হয়নি। যাত্রীদের নিয়ে নিরাপদেই মাটিতে নেমে আসে বিমানটি। যাত্রীদের অন্য বিমানে তাঁদের গন্তব্যে পাঠানো হয়েছে। (আরও পড়ুন: শরিক হারাবে NDA? কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে চরমে জল্পনা, মোদীর গদি কি টলবে?)
আরও পড়ুন: ঘনিয়ে আসছে VP নির্বাচন, এখনও নতুন সরকারি বাংলো পাননি ধনখড়, কোথায় যাবেন তিনি?
এয়ার ইন্ডিয়ার বিবৃতি
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, '৩১ আগস্টে দিল্লি থেকে ইন্দোরের উদ্দেশে রওনা দেওয়া এআই ২৯১৩ ফ্লাইট মাঝ আকাশে ডানদিকের ইঞ্জিনে আগুনের সংকেত পাওয়ার পর জরুরি ভিত্তিতে দিল্লিতে ফেরে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। বিমানটিকে আপাতত পরিদর্শনের জন্য গ্রাউন্ডেড করা হয়েছে। যাত্রীদের বিকল্প বিমানে ইন্দোর পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বিষয়টি নিয়ে নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করা হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। এয়ার ইন্ডিয়ায় যাত্রী ও ক্রুদের সুরক্ষাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।' অন্যদিকে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি পরিস্থিতি সামাল দিতে দ্রুত ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিমকে সক্রিয় করা হয়েছিল। রানওয়ের ধারে একাধিক ফায়ার টেন্ডার প্রস্তুত রাখা হয়। বিমান অবতরণের পর সব যাত্রীকে নিরাপদে বাইরে বের করে আনা হয়। সৌভাগ্যবশত, কেউ গুরুতর আহত হননি।
এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনাটি অল্পের জন্য বড়সড় দুর্ঘটনায় পরিণত হয়নি। বিমানে মোট দু’টি ইঞ্জিন থাকায় ডান দিকের ইঞ্জিনে আগুন লাগলেও বাঁ দিকের ইঞ্জিনটি ঠিকঠাক কাজ করছিল। সে কারণেই কিছুক্ষণ মাঝ-আকাশে ভেসে থাকতে পেরেছিল বিমানটি। পরে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনেন।অন্য ইঞ্জিনটিতেও কোনও কারণে ত্রুটি থাকলে বড়সড় বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা।বিশেষজ্ঞদের মতে, ডান দিকের ইঞ্জিনের আগুন যদি ছড়িয়ে যেত বা বাঁ দিকের ইঞ্জিনে সামান্যতম ত্রুটি দেখা দিত, তা হলে ফল ভয়াবহ হতে পারত। তবে কেন বারবার এয়ার ইন্ডিয়ার বিমানে এমনকাণ্ড ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।