অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর অভিনীত 'পরম সুন্দরী' দ্বিতীয় দিনে বক্স অফিসে বড় চমক দিয়েছে। প্রথম দিনে ছবিটির আয় করেছিল ৭ কোটি ৩৭ লক্ষ টাকা এবং দ্বিতীয় দিনে আয়ের পরিমাণ বেড়ে হয়েছে ১০ কোটি ৭ লক্ষ টাকা হয়েছে। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। প্রথম দিনে খুব বেশি টাকা ঘরে তুলতে না পারলেও দ্বিতীয় দিনে তার প্রায় ৩৬.৬৪% বৃদ্ধি পেয়েছে। ছবিটির আয়ের পরিসংখ্যান প্রকাশ করে বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি বলেছেন যে, রবিবার যদি এই ছবিটি দ্বিগুণ অঙ্কে আয় করে, তাহলে তা ২৭ কোটির একটু বেশি বা কম হতে পারে।
তুষার জালোটা পরিচালিত এই ছবিটি ৫০ থেকে ৬০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে। এই ছবিটিকে বাজেটে পুষিয়ে নিতে প্রথম সপ্তাহেই ভালো পারফর্ম করতে হবে। তবে তরণ আদর্শের পোস্ট অনুসারে, ছবিটির এই অঙ্কে পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না যদি এই গতি বজায় রাখে। তরণ আদর্শ তাঁর পোস্টে লিখেছেন, ‘শনিবার #ParamSundari আয় বৃদ্ধি পেয়েছে। শুক্রবারের তুলনায় ৩৬.৬৪% বেশি। রবিবার দুই অঙ্কের ব্যবধানে তাদের প্রথম সপ্তাহান্তের মোট আয় প্রায় ২৭ কোটি টাকার কিছু কম বেশি হতে পারে, যা বেশ ভালো। তবে এই ছবি, ‘একটা কিনলে একটা টিকিট ফ্রি বা টিকিটের দামে ছাড় আছে’-এর মতো কোনও অফার দিয়ে আয় বৃদ্ধি করেনি।’
আরও পড়ুন: ‘ওয়ার ২’ না ‘কুলি’র এগিয়ে কে? বক্স অফিসে দ্বিতীয় দিনে কত আয় করল সিদ্ধার্থ-জাহ্নবীর পরম সুন্দরী?
আয়ের প্রসঙ্গে, ছবিটি প্রথম দিন অর্থাৎ শুক্রবার ৭ কোটি ৩৭ লক্ষ টাকা এবং দ্বিতীয় দিনে ১০ কোটি ৭ লক্ষ টাকা আয় করেছে। এই ভাবে, এখন পর্যন্ত ছবিটির মোট আয় ১৭ কোটি ৪৪ লক্ষ টাকা। ছবিটির রেটিং এবং পর্যালোচনার কথা বলতে গেলে, একদিকে সমালোচকরা ছবিটির মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন, অন্যদিকে দর্শকরা এই ছবিটি বেশ পছন্দ করেছেন। IMDb অনুসারে রেটিং ৭-এরও বেশি। কিন্তু রবিবার ভালো আয়ের সঙ্গে এই ছবিটি কি একই গতি বজায় রাখতে পারবে? সেটাই এখন দেখার।