স্টার জলসার খুব সুপরিচিত একটি ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। ধারাবাহিকে সূর্য এবং দীপার গল্প বারবার মন ছুঁয়েছে দর্শকদের। বহুবার সিরিয়ালটি শেষ হওয়ার গুজব শোনা গেলেও বারবার নতুন আঙ্গিকে নিজেকে মেলে ধরেছে এই ধারাবাহিকটি। তবে এবার একেবারে অন্য রূপে সম্প্রচারিত হবে অনুরাগের ছোঁয়া।
বিগত বেশ কয়েক বছরে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের জনপ্রিয়তা বিন্দুমাত্র কম হয়নি। টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করতে না পারলেও সেরা দশের মধ্যে সবসময় জায়গা করে নিয়েছে এই সিরিয়াল। কিন্তু এবার আর গল্প নতুন নয়, একেবারেই নতুন অভিনেতা-অভিনেত্রী নিয়ে শুরু হতে চলেছে ‘অনুরাগের ছোঁয়া’।
আরও পড়ুন: নাম না করেই শ্বেতাকে তুলোধোনা মৌমিতার, সমাজমাধ্যমে কোন সত্যি তুলে ধরলেন তিনি?
আরও পড়ুন: এবার পুজোয় ফেলুদার সঙ্গে পাড়ি দিন কাঠমান্ডু, কোন ওটিটি-তে মুক্তি পাবে সিরিজটি?
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের যে নতুন প্রোমোটি মুক্তি পেয়েছে সেখানে তিয়াশা লেপচা এবং রাহুল মজুমদারকে দেখতে পাওয়া যাচ্ছে। স্বস্তিকাকে দেখতে পাওয়া গেলেও নতুন এই গল্পে থাকবেন না দিব্যজ্যোতি।
প্রোমোয় দেখতে পাওয়া যাচ্ছে, তিয়াশা একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। অন্যদিকে রাহুল হলেন একজন নামি পুলিশ অফিসার। স্বস্তিকাকে পুরস্কার দিতে গিয়ে একটি জরুরী ফোন আসে রাহুলের, মাঝপথেই সে বেরিয়ে যায় সেখান থেকে। তাড়াহুড়োর কারণ জানতে চাওয়ায় রাহুল বিরক্ত হয় কিন্তু সেই সময়ে রাহুলের ফোনে আসে তিয়াশার ফোন।
রাহুল তিয়াশার সঙ্গে কথা বলতেই রেগে যায় স্বস্তিকা। এদিকে স্বস্তিকা নিজেও একজন পুলিশ কনস্টেবলের মেয়ে। রাহুল এবং স্বস্তিকার বাবা বেরোতেই হঠাৎ করে গাড়িতে ধরে যায় আগুন। এভাবেই শুরু হয় ধারাবাহিকের গল্প।
ধারাবাহিক শেষ হয়ে নতুন ধারাবাহিক শুরু হতে এর আগে বহুবার দেখা গিয়েছে। কিন্তু ধারাবাহিক চলতে চলতে আচমকা গল্প পরিবর্তন হয়ে যাওয়া অথবা নতুন গল্প নিয়ে একই ধারাবাহিক শুরু হওয়া এই প্রথম। তবে কারণ যাই হোক না কেন, স্বস্তিকার বিপরীতে দিব্যজ্যোতিকে না দেখতে পেয়ে হতাশ হয়েছেন দর্শকদের একাংশ।
আরও পড়ুন: আয়ার হাতে নির্যাতিত কৃষভি, মায়েদের উদ্দেশ্যে বিশেষ বার্তা কাঞ্চন-শ্রীময়ীর
আরও পড়ুন: নতুন রূপে আত্মপ্রকাশ ঋতুপর্ণার, ফরাসি ভাষায় প্রকাশিত হবে তাঁর প্রথম কবিতার বই
প্রমো থেকে জানা গিয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৯:৩০ থেকে থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। অর্থাৎ নাম এবং সময় দুটোই অপরিবর্তিত রেখে নতুন একটি গল্পের হাত ধরে শুরু হতে চলেছে অনুরাগের ছোঁয়া।