গত ম্যাচে হেরে যাওয়ার পর পয়েন্টের নিরিখে কিছুটা দূরে সরে গিয়েছিল মোহনবাগান। কিন্তু শনিবার ম্যাচ জিতে ফের জয়ের লড়াইয়ে ফিরল তারা। ইতিমধ্যেই কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। শনিবারের ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে ৫-২ গোলে ম্যাচ জেতে সবুজ মেরুন। এই ম্যাচে হ্যাটট্রিক করলেন করণ রাই। অন্যদিকে স্কোরশিটে নাম উঠল পাসাং দর্জি তামাংয়ের।
লিগের শেষ ম্যাচ সবুজ মেরুন উল্লাস
মেসারার্সের বিরুদ্ধে ম্যাচ কি খেলতে চলেছে মোহনবগান? এই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আইএফএ। সেই দিক থেকে দেখতে গেলে, লিগ পর্যায়ে মোহনবাগানের শেষ ম্যাচ ছিল এটাই। প্রসঙ্গত শেষ ম্যাচে জয়লাভই হল সবুজ মেরুনের।
আরও পড়ুন - সপাটে শ্রীসন্থকে চড় হরভজনের! ১৭ বছর পর পুরো ভিডিয়ো ফাঁস ললিত মোদীর
হ্যাটট্রিক করণ রাইয়ের
শনিবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মুখোমুখি লড়াইয়ে নামে মোহনবাগান ও পাঠচক্র। ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলায় ছিল আক্রমণাত্মক ভঙ্গি। পাসাং দর্জি তামাং ৬ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দেন সবুজ-মেরুনকে। কিন্তু ১৪ মিনিট পরেই পেনাল্টি থেকে সেই গোল শোধ করেন পাঠচক্রের ডেভিড মোল্লা। এরপরেই ফুলফর্মে মাঠে দাপটের সঙ্গে খেলার রাশ নিজের হাতে নেন মোহনবাগানের তরুণ স্ট্রাইকার করণ রাই। ২৪ মিনিটের মধ্যে ফের দলকে লিড এনে দেন। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আরেকটি গোল করে লিড বাড়ান পীযূষ ঠাকুরি।
আরও পড়ুন - নির্ধারিত সময় শুরু হবে না এশিয়া কাপের ম্যাচ! ভারত-পাক মহারণ কখন?
সুপার সিক্সে কোথায় মোহনবাগান?
দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিট ও ৬৫ মিনিটের মাথায় দুটো গোল করে করণ। এই দুই গোলের মাধ্যমে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। ৬৯ মিনিটে পাঠচক্রের সৌম্যজিৎ তরফদার এক গোল শোধ দেয়। কিন্তু ম্যাচ শেষ হয় ৫-২ গোলে। এই মরশুমে মোহনবাগানের দ্বিতীয় ফুটবলার হিসেবে করণ রাই হ্যাটট্রিক করলেন। ১০ ম্যাচে মোট ১৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে মোহনবাগান। লিগের প্রথম থেকে খেলার নিরিখে ভালো ফর্মে ছিল পাঠচক্র। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ছয়ে থাকল পাঠচক্র।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।