রবিবাসরীয় সন্ধ্যার জন্য মুখিয়ে রয়েছে সারা বাংলা। কারণ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ফের সম্মুখ রণে উপস্থিত যুযুধান দুই পক্ষ। একদিকে ইস্টবেঙ্গল এফ সি, অন্যদিকে মোহনবাগান সুপারজায়ান্ট। ডুরান্ড কাপের চতুর্থ তথা অন্তিম কোয়ার্টার ফাইনাল ম্যাচে দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ভারতীয় সময় সন্ধে সাতটা থেকে শুরু হবে এই ম্যাচ। কিন্তু বাড়ি বসে দেখতে হলে কোথায় দেখবেন? সাবস্ক্রিপশন কি নিতেই হবে? জেনে নেওয়া যাক বিশদে।
ডার্বি নিয়ে ছিল যথেষ্ট সংশয়
ডুরান্ড কাপের এই ম্যাচ নিয়ে এর আগে বিস্তর ঝামেলা হয়েছে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুটি আলাদা গ্রুপে ছিল। যার ফলে গ্রুপ পর্বে তো ডার্বি আশা ছিল না। পরেও এদের মধ্যে কোনও ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। আজকের কোর্য়াটার ফাইনাল নিয়ে তৈরি হয়েছিল যথেষ্ট অনিশ্চয়তা। শেষ মুহূর্তে কানাঘুষো ছিল, সেমিতে দুই দল মুখোমুখি হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কোয়ার্টার ফাইনালেই মাঠে নামছে বাঙালির আবেগ।
আরও পড়ুন - জাভি কখনই ভারতীয় দলের কোচ হতে চায়নি! মিথ্যা বলছে AIFF, দাবি স্প্যানিশ সাংবাদিকের
খেলার সময় কি পাল্টেছে?
হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনও পর্যন্ত খেলার সময়ে কোনও বদল আনেনি কর্তৃপক্ষ। ২০২৫ ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ পূর্বনির্ধারিত সময়েই অর্থাৎ সন্ধে ৭ টা থেকেই অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন - স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার জাভি হতে চাইলেন ভারতের কোচ! পাত্তাই দিল না AIFF
পর্দায় দেখতে সাবস্ক্রিপশন লাগবে?
ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ পর্দায় দেখতে হলে নজর রাখতে হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। ডুরান্ড কাপের সরাসরি সম্প্রচার হবে এই চ্যানেলে। এছাড়াও, ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপে। তবে অ্যাপে খেলা দেখতে হলে আপনাকে সাবস্ক্রিপশন করে নিতে হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।