লিওনেল মেসি কি এমএলএস ছেড়ে ইউরোপে ফিরছেন? প্রাক্তন বার্সা তারকা সেস ফ্যাব্রেগাসের মন্তব্যের পরে জল্পনা তুঙ্গে উঠেছে। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে লিওনেল মেসির ইউরোপে ফেরার গুঞ্জন ছড়িয়েছে। এরপরেই বিশ্বমঞ্চে নানা জল্পনা তৈরি হচ্ছে। তিন বছর আগে আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন মেসি, তবে তখন প্রশ্ন উঠেছিল, ২০২৬ সালে তিনি কি সক্রিয় খেলোয়াড় হিসেবে থাকবেন?
তবে এখনও দুর্দান্ত ছন্দে থাকা এবং আর্জেন্তিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলা মেসিকে নিয়ে ইউরোপে ফেরার সম্ভাবনা নতুন করে আলোচনা তৈরি করেছে।
সাম্প্রতিক সময়ে লিওনেল মেসিকে তাঁর প্রাক্তন বার্সেলোনা সতীর্থ সেস ফ্যাব্রেগাসের বাড়িতে দেখা যায়। এরপরেই মেসির ইন্টার মায়ামি ছাড়ার সম্ভাবনাকে আরও জোরালো করে তোলে। বর্তমানে ইতালির ক্লাব কোমোর কোচ ফ্যাব্রেগাস, ফলে অনেকে ভাবছেন মেসি সিরি আ-তে নাম লেখাতে পারেন। যদিও ফ্যাব্রেগাস দাবি করেছেন, মেসির এই সফর ছিল একান্তই ব্যক্তিগত।
সেস ফ্যাব্রেগাস বলেন, ‘লিও আমার বাড়িতে ছুটিতে এসেছিল। কিছু বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছিল। আমরা বন্ধু, আমাদের স্ত্রী ও সন্তানেরাও বন্ধু। কিন্তু সে এখন যুক্তরাষ্ট্রেই আছে।’ তবে পাশাপাশি ফ্যাব্রেগাস এটাও বলেন যে, ‘জীবনে কখনও কিছু 'না' বলা যায় না।’ — এই মন্তব্যেই জল্পনা আরও বেড়ে যায়।
সিরি আ-তে সদ্য উন্নীত কোমো এখন দল গঠনে ব্যস্ত। ইতিমধ্যে স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা ক্লাবটিতে যোগ দিতে পারেন বলে খবর ছড়িয়েছে। যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি ফ্যাব্রেগাস। তিনি বলেন, ‘দেখা যাক, আমি ১০০% নিশ্চিত না হওয়া পর্যন্ত কিছু বলতে চাই না।’
চলতি এমএলএস মরশুমে মেসি এখন পর্যন্ত ১৬টি ম্যাচে অংশ নিয়েছেন, গোল করেছেন ১৫টি এবং অ্যাসিস্ট করেছেন ৬টি। যদিও মেসি নিজে থেকে এখনও এমএলএস ছাড়ার ইচ্ছা প্রকাশ করেননি। তবে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে ইউরোপে ফেরার বিষয়টি তিনি বিবেচনা করতে পারেন বলে অনেকেই মনে করছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।