একের পর এক অভিনেতা অভিনেত্রী মেগায় কামব্যাক করছেন। কিছুদিন আগেই স্টার জলসায় সৌরভ চক্রবর্তী ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনে ফিরেছেন। তাছাড়াও সম্প্রতি 'ভোলে বাবা পার করেগা' মেগার প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা মিলেছে মধুমিতা সরকারের। অনেক বছর পর তিনি ধারাবাহিকে ফিরছেন। তারপর শুক্রবার প্রকাশ্যে আসে ‘ও মোর দরদিয়া’র প্রোমো, সেখানেই দেখা মেলে রণিতা দাসের। তিনি প্রায় ১০ বছর পর ছোট পর্দায় ফিরছেন। সেই ফেরা নিয়েই এবার মুখ খুললেন নায়িকা।
আরও পড়ুন: দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে বাজিমার ‘দেশু’র! ২২ দিনে কত কোটি আয় হল 'ধূমকেতু'র?
শনিবার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে তিনি ধারাবাহিকের প্রোমোর বিটিএস প্রকাশ্যে আনেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘১০ বছর পর আবার সেটে। বেশ নতুন একটা ব্যাপার। আবার মেগা সিরিয়ালে। মনে হচ্ছে সবটা যেন শুরু থেকে শুরু হচ্ছে। কী হচ্ছে ঠিক বুঝতে পারছি না। সেটা তোমাদের বুঝতে হবে।’
প্রসঙ্গত, ধারাবাহিকে একজন নিম্নবিত্ত ঘরের গৃহবধূর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রনিতা দাসকে। রনিতার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন ফাহিম মির্জা। ধারাবাহিকে রনিতার বিপরীতে অভিনয় করবেন বিশ্বজিৎ ঘোষ।
ধারাবাহিকের প্রোমোয় দেখা গিয়েছে, রনিতার অভিনীত চরিত্র গণেশ পুজোর দিন বাড়িতে প্রদীপ জ্বালাচ্ছে। সে গর্ভবতী। সে বাড়ির সামনে বসে তার অনাগত সন্তানের সঙ্গে কথা বলছে। ঠিক সেই সময় তাদের বাড়িতে তার স্বামীর খোঁজে হানা দেয় বেশ কিছু লোক। সে স্বামীর খোঁজ করতে গিয়ে ঘরে ঢুকে দেখে যে তার স্বামী সব কিছু গুছিয়ে পালিয়ে যাওয়ার ফন্দি আটছে।
তার স্বামী একজন অসৎ ব্যক্তি। বাড়িতে গর্ভবতী স্ত্রীকে রেখেই সে পালিয়ে যায়। ঠিক সেই সময় প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে সে রাস্তায় এসে পড়ে। চারিদিকে তখন উৎসবের আমেজ। লাইটের গেট, ঢাকের শব্দ, সকলের ঠোঁটে লেগে আনন্দের হাসি। তবে সেই সবের মধ্যে তার শরীরের অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। শেষে সে একটা গড়ির সামনে এসে পড়ে যায়। তারপর জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে হাসপাতালের বেডে, তার কোলে তার সদ্যজাত।
কিন্তু এই পর্যন্ত সে কেমন করে এসে পৌঁছল তা ভাবতে ভাবতেই তাকে এক নার্স এসে জানায় একব্যক্তি তাকে নিয়ে এসেছে। সেই হাসপাতালের সমস্ত বিল মিটিয়ে দিয়েছে। সেই সময় কৃতজ্ঞতায় ভরে ওঠে তার মন। কিন্তু ধন্যবাদ জানানোর জন্য তাঁকে খুঁজে পায় না। কিন্তু সেই ব্যক্তি অলক্ষে দাঁড়িয়ে সবটা দেখে। ওই ব্যক্তির ভূমিকায় দেখা যাবে বিশ্বজিৎকে।