প্রায়শই দেখা যায় যে তারকাদের বডি ডবলদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। ভক্তরাও তাঁদের রিলগুলো খুব উপভোগ করেন। কিন্তু শাহরুখ খানের বডি ডবলের কথা মাথায় আসলেই ভক্তদের উত্তেজনা যেন দ্বিগুণ হয়ে যায়। শাহরুখ খানের বডি ডাবল হলেন ইব্রাহিম কাদরি। তিনি স্যোশাল মিডিয়ায় বেশ বিখ্যাত। সম্প্রতি ইব্রাহিমের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই তাঁকে শাহরুখ ভেবে ভুল করেছেন। তবে তারকাদের ডুপ্লিকেটরা তাঁদের সঙ্গে দেখা করতে অনেক সময় ব্যস্ত হয়ে পড়েন, সেখানে ইব্রাহিম সম্পূর্ণ আলাদা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইব্রাহিম এই প্রসঙ্গে বলেছেন যে, তিনি কখনও শাহরুখের সঙ্গে দেখা করতে চান না। কেন তিনি এমন কথা বললেন?
আরও পড়ুন: দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে বাজিমার ‘দেশু’র! ২২ দিনে কত কোটি আয় হল 'ধূমকেতু'র?
শাহরুখ খানের বডি ডবল ইব্রাহিম কাদরি সম্প্রতি দ্য লালানটপকে দেওয়া এক সাক্ষাৎকার এই বিষয়ে কথা বলেছেন। ইব্রাহিম শাহরুখ সম্পর্কে যা বলেছেন তা শুনে অনেকেই অবাক। সাক্ষাৎকারের সময়, যখন ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি বলিউডের কিং খানের সঙ্গে দেখা করেছেন, তখন ইব্রাহিম বলেন, ‘না, আমি কখনওই ওঁর সঙ্গে দেখা করতে চাই না।’
কিন্তু কেন দেখা করতে চান না তিনি? এই প্রসঙ্গে ইব্রাহিম বলেন, ‘আমি অনেকবার বলেছি যে কোনও কারণে আমি ওঁর সঙ্গে দেখা করতে চাই না। কারণ, ঠিক যেমন আমাদের একটি বাংলো, একটি ফেরারি থাকার স্বপ্ন থাকে। যখন তা আসে, তখন সেটা গ্যারেজে থাকে এবং আমরা অন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। আমারও একই চিন্তা, যদি আমি ওঁর সাথে দেখা করি, তাহলে আমার সমস্ত উৎসাহ উধাও হয়ে যেতে পারে। আমি এই ভয়টা পাই।’
ইব্রাহিম কাদরী কে জানেন?
প্রসঙ্গত, ইব্রাহিম কাদরি মূলত ভিডিয়ো বানান। তিনি শাহরুখ খানের সংলাপ, দৃশ্য এবং তার হাঁটার ধরণ ফের ফুটিয়ে তোলেন। তিনি শাহরুখ খানের মতো পোজ দিয়ে ছবিও শেয়ার করেন। তিনি শাহরুখকে সম্পূর্ণ ভাবে অনুকরণ করেন। ইনস্টাগ্রামে তাঁর প্রায় ২৩ লক্ষ ফলোয়ার রয়েছে। তিনি অনেক অনুষ্ঠানেও আমন্ত্রিত হন।