রঘু ডাকাতের দ্বিতীয় গান এল প্রকাশ্যে এল। এই বছরের পুজোতেই বড় পর্দায় আসছে ‘রঘু ডাকাত’। বাগদেবীর আরাধনার দিনই হয় ছবির শুভ মহরৎ। আর এবার প্রকাশ্যে এল 'রঘু ডাকাত'-এর গান 'ঝিলমিল লাগে রে…'।
আরও পড়ুন: ৯৯ টি বাড়ি আছে মিকা সিংয়ের? 'জমি কখনও বিশ্বাসঘাতকতা করে না…', বিনয়োগের পরামর্শ দিলেন গায়ক
'কিশোরী'র পর ফের 'ঝিলমিল লাগে' গানে একসঙ্গে দেব-ইধিকাকে দেখলেন দর্শকরা। গানের শুরুতেই পাহাড়ে ঘেরা এক অপূর্ব প্রেক্ষপটে দেখা মেলে তাঁদের। লালে লাল হয়ে ধরা দেন তাঁরা। পায়ে বালি মেখে ঝিলমিল আলোয় প্রেমে মজে পর্দার ‘রঘু-সৌদামিনী’। তারপরই গানের প্রেক্ষাপট বদলে যায়, ধোঁয়াশা মাখা পদ্ম বিলে ধরা দেয় তারা। পরনে সাদার স্নিগ্ধতা। তারপর ফের তাদের দেখা মেলে বনানীর মাঝে কালো পোশাকে।
'বেঙ্গলস বিগেস্ট কার্নিভাল' -এর আবহে মুক্তি পাওয়া 'রঘু ডাকাত'-এর নতুন এই গানে নিলায়ন চট্টোপাধ্যায়ের সুর নতুন করে প্রাণ জাগিয়েছে। গানের কথা লিখেছেন প্রসেন। গানটি গেয়েছেন ঈশান মিত্র ও শুচিস্মিতা চক্রবর্তী।
আরও পড়ুন: ‘প্রত্যেকটা মানুষই ভুল করে…’, গোবিন্দার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে কেন কেমন এমন বললেন সুনীতা?
প্রসঙ্গত, এর আগে প্রি-টিজার প্রকাশ্যে এসেছিল। সেখানে প্রি-টিজার শুরু হতেই গম্ভীর গলায় শুনতে পাওয়া যায় ‘ইংরেজরা ভেবেছিল বাঙালিরা মরে গেছে। আগুন নিভে গিয়েছে, প্রতিবাদ হয়ে গিয়েছে ইতিহাস। কিন্তু ওরা জানে না, আগুন নিভে গেলেও ছাই নেভে না। ইতিহাস লেখে শিকারী, বাঘ লেখে না। যদি লিখতো তাহলে ইতিহাসটা কেমন হতো বল দেখি?’
টিজারে বাঙালিদের ওপর ইংরেজদের অত্যাচারের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। এরপরই মা কালীর সামনে তীর ধনুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রঘু ডাকাতকে। ইংরেজদের করা অন্যায়ের প্রতিবাদ নেওয়ার জন্য সবদিক থেকে প্রস্তুত সে। খর্গ হস্ত রঘু ডাকাতের রূপ দেখে শিহরিত হতে হয়। রঘু ডাকাত চরিত্রে দেবের এই অসামান্য লুক রীতিমতো মুগ্ধ করেছিল দর্শকদের।
আরও পড়ুন: 'চমকটা বরং ধরে রাখি…', শাহরুখ খানের ‘কিং’-এর লুক ভাইরাল না করার অনুরোধ নায়কের টিমের!
উল্লেখ্য, ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এসভিএফ ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স যৌথভাবে এই ছবি প্রযোজনা করেছে। দেব ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, ইধিকা পাল, রূপা গঙ্গোপাধ্যায়কে।