কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে কিকু শারদা ও ক্রুষ্ণা অভিষেককে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায়। তারপরেই কপিল শর্মার অনুষ্ঠান ছেড়ে অন্য অনুষ্ঠান যোগ দেওয়ার কথা সামনে উঠে আসায় অনেকেই ভেবেছেন, তাহলে হয়তো সেই সমস্যার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন কিকু।
সম্প্রতি এই বিষয়ে ইতিমধ্যেই অর্চনা পুরণ সিং নিজের মন্তব্য প্রকাশ করেছেন। এবার সমস্ত ব্যাপারটা নিয়ে খোলামেলা আলোচনা করলেন কিকু নিজেই। শুক্রবার ইনস্টাগ্রামে ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে একটি সাদা কালো ছবি পোস্ট করেন কিকু।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
ছবিতে দেখা যায়, দুই অভিনেতাই ঠোঁটে আঙুল দিয়ে ক্যামেরার সামনে তাকিয়ে রয়েছেন। ক্যাপশনে লেখা, একটি অন্তহীন গল্প। ছবিটি পোস্ট করে কিকু লেখেন, ‘এই বন্ধন কখনও ভাঙবে না। (ফ্রেন্ডস বাইসেপ্ট এবং হাত তোলার ইমোজি) লড়াই শুধু মজার জন্য।’
কিকু আরও জানান, তিনি এখনও কপিল শর্মার অনুষ্ঠানের অংশ। এই সমস্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন তিনি। তিনি লেখেন, ‘দয়া করে গুজবে কান দেবেন না। আমি এই পরিবারের অংশ ছিলাম আর থাকব। তাই গুজব ছেড়ে তাড়াতাড়ি যান নেটফ্লিক্সে অনুষ্ঠানটি দেখতে। আর মাত্র তিনটি পর্ব বাকি আছে।’
কিকু সারদার এই পোস্টে কমেন্ট করে এক ভক্ত লেখেন, তোমরা দুজনেই সেরা। অন্য একজন লেখেন, তোমাকে ছাড়া অনুষ্ঠানটি উপভোগ করা যায় না। অন্য একজন লেখেন, সবাই তোমরা একসঙ্গে থাকো।
ঘটনার সূত্রপাত
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে দেখা যায় কিকু ও ক্রুষ্ণার সঙ্গে তৈরি হয়েছে সমস্যা। কোনও একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া তৈরি হয়েছে। ভিডিয়োয় কিকুকে বলতে শোনা যায়, আমি কি টাইম পাস করছি? উত্তরে ক্রুষ্ণা বলেন, ঠিক আছে তাহলে তুমি থাকো আমি চলে যাচ্ছি। তখন কিকু বলেন, ব্যাপারটা আমিও শেষ করতে কিন্তু পারি।
আরও পড়ুন: 'বহুদিন হল নিখোঁজ...', জন্মদিনে কাকে হারিয়ে চিন্তিত শ্রীলেখা?
আরও পড়ুন: শরৎচন্দ্রের ‘পথের দাবি’-র ছায়ায় সিনেমা নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে মুক্তির তারিখ
এরপরেই ক্রুষ্ণাকে বলতে শোনা যায়, আমি তোমাকে যথেষ্ট সম্মান করি ভালোবাসি, তাই আমি আওয়াজ উঁচু করতে চাই না। উত্তরে কিকু বলেন, আওয়াজ উঁচু করার প্রশ্নই আসছে না, তুমি ব্যাপারটাকে ভুল ভাবে নিচ্ছ।