সংসারের যাঁতাকলে জীবন অতিষ্ঠ হয়ে যাওয়ার জোগাড় কমলিনীর। বড় ছেলে এবং বৌমা প্রথম থেকেই মায়ের বিরুদ্ধে কথা বলে। কিন্তু কিছুদিন আগে যখন মিঠি মায়ের বিরুদ্ধে কথা বলে উঠলো, তা দেখে ভীষণ চটেছিলেন দর্শকরা।
গত সপ্তাহে প্লটোর মৃত্যুর পর টিআরপির তালিকায় বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল ‘চিরসখা’। যদিও তারপরের সপ্তাহেই আবার নিজের স্থানে ফিরে আসে ধারাবাহিকটি। তবে প্লুটোর মৃত্যুর শোক সামলাতে না সামলাতেই আচমকা মিঠির পরিবর্তন ভীষণ নাড়িয়ে দেয় দর্শকদের।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
কেন মিঠি মায়ের সঙ্গে এমন আচরণ করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। কেউ কেউ আবার বলেছিলেন,প্লুটোর মৃত্যুর শোক সামলাতে না পেরেই হয়তো এমন ব্যবহার করছে সে। মিঠির ব্যবহার নিয়ে জল্পনা কল্পনার মধ্যেই চলে এল ধারাবাহিকের নতুন প্রমো।
‘চিরসখা’ ধারাবাহিকের যে নতুন প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে, শহর ছেড়ে চলে যাচ্ছেন নতুন কাকু। চোখে জল কমলিনীর। ঠিক সেই সময় নতুন কাকুর সঙ্গে দেখা করতে আসে মিঠি। মিঠিকে দেখে নতুন কাকু বলেন, তোকে একবার দেখে গেলাম বেশ ভালো লাগছে।
নতুন কাকুর কথা শুনেই তাঁর হাত থেকে ব্যাগ কেড়ে নেয় মিঠি। নতুন কাকুর থেকে ক্ষমা চেয়ে মিঠি বলে, ‘আমায় ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গিয়েছে। নিজের মেয়ে হলে কি ক্ষমা করতে পারতে না?’ মিঠির মুখে এই কথা শুনে তাকে বুকে টেনে নেন নতুন কাকু।
‘চিরসখা’ ধারাবাহিকের নতুন এই প্রমো দেখে ধন্ধে পড়ে গিয়েছেন দর্শকরা। বারবার মিঠির এই স্বভাবের পরিবর্তন দেখে বিরক্ত হয়েছেন দর্শকরা। কেউ বলেছেন, ‘কিরকম পাল্টিবাজ, নিশ্চয়ই কোন ধান্দা আছে ওর।’ কেউ আবার বলেছেন, ‘গিরগিটির মতো রং পাল্টায়।’ অন্য একজন লিখেছেন, ‘শ্রীময়ী সিরিয়ালে একই রকম করত ও, এখানেও সেটাই করছে। ভীষণ স্বার্থপর আর সুবিধাবাদী।’
আরও পড়ুন: 'বহুদিন হল নিখোঁজ...', জন্মদিনে কাকে হারিয়ে চিন্তিত শ্রীলেখা?
আরও পড়ুন: শরৎচন্দ্রের ‘পথের দাবি’-র ছায়ায় সিনেমা নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে মুক্তির তারিখ
কেউ কেউ আবার লিখেছেন, ‘মিঠি জানে নতুন কাকু চলে গেলে সবাই না খেতে পেয়ে মরে যাবে। তাই তাড়াতাড়ি ক্ষমা চাইতে এলো।’ সব মিলিয়ে, গল্প যেদিকে এগোচ্ছে তা দেখে না খুশ দর্শকরা।