খুব জলদিই বড় পর্দায় ফের একসঙ্গে দেখা যাবে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে। সঞ্জয় লীলা বনশালির লাভ অ্যান্ড ওয়ার ছবিতে। এবার অনেকের মনেই প্রশ্ন যে, যখন আলিয়া ও রণবীর দুজনেই লাভ অ্যান্ড ওয়ারের কাজে ব্যস্ত থাকবেন, তখন কার কাছে থাকবে ছোট্ট রাহা।
গ্রাজিয়ার সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে খোলামেলাভাবে এই নিয়ে কথা বলেছেন মাম্মা আলিয়া। বলেন, ‘আমরা রাতেই ছবির বেশিরভাগ দৃশ্যের শ্যুট করছি, তাই আমরা সাধারণত দিনের বেলায় তাঁর সঙ্গে থাকতে পারি। এমন দিন আছে যখন ও (রণবীর) শুটিং করছে, এমন দিন আছে যখন আমি শুটিং করছি। আমরা সবসময় একসঙ্গে সেটে থাকি না।’
বরের সঙ্গে কাজ করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে আলিয়ার জবাব আসে, এক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মেয়ে রাহার সঙ্গে সময় কাটানো। আলিয়া আরও জানান যে, রাহা মাঝে মাঝে তাঁদের সঙ্গে সেটে যায়। এখন থেকেই সে সেটে থাকতে খুব ভালোবাসে।
তবে এখন রাহা আড়াই বছরের, তাই ধীরে ধীরে সে নিজেও ব্যস্ত হতে শুরু করেছে। স্কুল থাকে, প্লে ডেট থাকে, দাদা-দিদিদের সঙ্গে সময় কাটায় সে। আলিয়ার কথায়, তাঁর মেয়েকে সামলানোর জন্য রয়েছে তাঁর ও রণবীরের পরিবার, মেয়ের ন্যানিরাও। আর তাই এদের কাছে তিনি ভীষণ কৃতজ্ঞ।