প্রথমবার ইন্ডিয়ান আইডল জেতেন কোনো বাঙালি। ২০২৫ সালের মার্চে ইন্ডিয়ান আইডল ১৫-র বিজেতা হন মানসী ঘোষ। আর এবার নিজের অনুরাগীদের জন্য সুখবর ভাগ করে নিলেন বাংলার মেয়ে। পুজোয় আসছে বড় চমক। তাও রূপম ইসলামের সঙ্গে একত্রে।
রূপমের সঙ্গে একটি ফোটো শেয়ার করেন মানসী। লেখেন, ‘জীবন্ত কিংবদন্তি @rupamislam স্যারের সঙ্গে এই পুজোয় আসতে চলেছে বিশেষ কিছু! আমি তাঁর একজন বড় ভক্ত। ছোটবেলায় যদি কেউ আমাকে বলত যে আমি তাঁর সঙ্গে একটি গান গাইব, তাহলে আমি অজ্ঞান হয়ে যেতাম। এর থেকে আমি নিশ্চিত আপনারা কল্পনা করতে পারছেন যে, আমি এই সিনেমা নিয়ে কতটা উত্তেজিত এবং খুশি। সঙ্গে থাকুন।’
এই পোস্ট দেখে মানসীকে শুভেচ্ছায় ভরালেন নেটিজেনরা। একজন লেখেন, ‘অনেক শুভেচ্ছা মানসী তোমাকে’। আরেকজন লেখেন, ‘বাঙালি লাল পরী’। তৃতীয় একটি কমেন্টে লেখা, ‘দ্বিতীয় শ্রেয়া ঘোষাল’। আরেকটি কমেন্টে লেখা হয়, ‘আমি অপেক্ষায় থাকলাম তোমার নতুন গান শোনার জন্য।’
মানসী ঘোষ সম্পর্কে:
দমদম নিমতার মেয়ে মানসী। সেখানেই ছোট থেকে বড় হওয়া। লেখাপড়া করেন ক্রাইস্টচার্চ স্কুলে। এরপর ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতকপাশ করেন। গান শেখার শুরু মায়ের উৎসাহে। মাত্র চার বছর বয়স থেকে রেওয়াজ শুরু। এর আগে মানসী অংশগ্রহন করেছিলেন সুপার সিঙ্গার সিজন ৩-এ। তবে সেবারে ফাইনালে পৌঁছলেও জিততে পারেননি ট্রফি। বিজেতার মুকুট ওঠে সুচিস্মিতা চক্রবর্তীর মাথায়। দ্বিতীয় স্থানে আসেন মানসী।
তবে ইন্ডিয়ান আইডল ১৫-তে বাংলার মেয়ে ছিলেন প্রথম থেকেই দর্শক ও বিচারকদের হট ফেভারিট। শো চলাকালীনই প্লে ব্যাক করে ফেলেছেন মানসী। ললিত পন্ডিতের আসন্ন ছবি মান্নু কেয়া কারোগে-তে প্লেব্যাক করেছেন। শুধু তাই নয়, সেখানে যুগলবন্দি করেছেন শানের সঙ্গে।
ইন্ডিয়ান আইডলের সেরা ছয়ে ছিলেন মানসী ঘোষ, প্রিয়াংশু দত্ত, মানসী ঘোষ, শুভজিৎ চক্রবর্তী, স্নেহা শঙ্কর ও অনিরুদ্ধ সুরস্বম। তবে সকলকে হারিয়ে ট্রফি ওঠে মানসীর হাতে। খড়গপুরের ছেলে শুভজিৎ হন দ্বিতীয়। তৃতীয় হন স্নেহা শঙ্কর। বিজেতা মানসীর হাতে ওঠে একটি গাড়ি, ট্রফি, আর ২৫ লাখ টাকা।