মেয়ের পর এবার বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। আর বড় ছেলের সবচেয়ে বড় চিয়ারলিডার তাঁর বাবা কিং খান। আরিয়ানের ওয়েব সিরিজ ব্যাডস অফ বলিউড-এর হয়ে রানি মুখোপাধ্যায়ের হয়ে হাত মিলিয়ে আগেই প্রচার সেরেছেন শাহরুখ। এবার গলা ফাটালেন করিশ্মা কাপুরের হয়ে।
সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিরিজের গান 'বদলি সি হাওয়া হ্যায়', সেই অভিনেত্রী কারিশমা কাপুর-সহ একাধিক গসেলিব্রিটি রিল ভিডিয়ো তৈরি করেছেন, কারণ বাদশা-পুত্রকে স্বাগতম জানাতে কোনও খামতি রাখতে চান না কেউই। এবার আরিয়ানের সিরিজের গানে করিশ্মার নাচের ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানালেন শাহরুখ খান।
গোলাপি স্যুট পরে সিঁড়ি দিয়ে নামলেন করিশ্মা, ঠোঁটের কোণে মৃদু হাসি। সঙ্গে দু-পাক ঘুরে হালকা ঠুমকা করিশ্মার। ভিডিয়োর ক্যাপশনে নায়িকা লিখেছেন, 'হালকা হালকা'। শাহরুখ, কারিনা কাপুর, সুহানা খান, আরিয়ানসহ আরও অনেকে এই পোস্টে লাইক করেছেন। ইনস্টাগ্রাম ভিডিয়োতে এর আগে কখনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি শাহরুখকে। সুতরাং নায়কের এই কাণ্ড অবাক করেছে ফ্যানেদের। এক ভক্ত বলেন, 'প্রথমবার শাহরুখকে এমনটা করতে দেখলাম'। একজন মন্তব্য করেছেন, 'ওএমজি, বিশ্বাস করতে পারছি না শাহরুখ এটা পছন্দ করেছে। এক ব্যক্তি লিখেছেন, 'বলিউড কুইন ফরএভার'। প্রসঙ্গত, দিল তো পাগল হ্যায় ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ করিশ্মা। এরপর শক্তি- দ্য পাওয়া ছবিতেও দর্শক দেখেছিল এই জুটিকে।
'বদলি সি হাওয়া হ্যায়' গানে দেখা মিলেছে সিরিজের মূল চরিত্র 'লক্ষ্য,সাহের বাম্বা ও রাঘব জুয়ালের । সমুদ্র সৈকতে হাসি-মজা-আনন্দে মেতে বন্ধুরা, তেমনই প্রেক্ষাপটে শ্যুট হয়েছে এই গান। অনিরুদ্ধ রবিচন্দরের সুর করা এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও আমিরা গিল।
এই সিরিজে আরও অভিনয় করেছেন ববি দেওল, মোনা সিং, মনোজ পাহওয়া, মণীশ চৌধুরী, অন্যা সিং, গৌতমী কাপুর, রজত বেদী এবং বিজয়ন্ত কোহলি। আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে আরিয়ান খানের ডেবিউ সিরিজ। যা প্রযোজনা করছে শাহরুখ-গৌরীর রেড এন্টারটেনমেন্ট।
শাহরুখ খানকে আগামিতে দেখা যাবে ‘কিং’ ছবিতে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে প্রথমবার মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ। এছাড়াও এই ছবিতে থাকছেন জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত এবং অভয় ভার্মা।
কারিশমাকে আগামিতে ব্রাউন সিরিজে দেখা যাবে, এতে আরও অভিনয় করেছেন হেলেন ও সোনি রাজদান। নেটফ্লিক্সের 'ডাইনিং উইথ দ্য কাপুরস'-এও দেখা যাবে অভিনেত্রীকে। এটি কাপুর পরিবারের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, পারিবারিক সম্পর্ক এবং সুস্বাদু খাবারের প্রতিটান, বলিউডের প্রতি ভালোবাসা ফুটে উঠবে।