শ্রীদেবীকে বিয়ে করার আগে মোনা সুরিকে বিয়ে করেছিলেন বনি কাপুর। বনি কাপুর ও মোনা কাপুরের দুই সন্তান, অর্জুন কাপুর ও অংশুলা কাপুর। বনি যখন দ্বিতীয় বিয়ে করেন, তখন দুই সন্তানের উপরই তা প্রভাব ফেলেছিল। এক সাক্ষাৎকারে অংশুলা জানান, তাঁর মনে হয়েছিল, বনি ও মোনার বিচ্ছেদ হয়েছে তাঁর কারণে।
দ্য কুইন্টকে অংশুলা বলেন, ‘আমার তখন ৫-৬ বছর বয়েস। ওই সময়ে বাবা-মায়ের বিচ্ছেদের পর আমি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। আমি দীর্ঘদিন ধরে ভাবতাম যে আমার কারণে আমার বাবা-মায়ের সম্পর্ক কাজ করেনি এবং আমিই এর মূল কারণ। ছয় বছরের বাচ্চার জন্য এটা ছিল খুব চাপের। তবে আমার মা সাহায্য করেছিলেন এবং বুঝিয়েছিলেন যে সম্পর্ক দুটি মানুষের মধ্যে। এগুলি কোনও কারণে শুরু এবং শেষ হয়। এবং একটি শিশুর কখনোই তাতে কোনো হাত থাকতে পারে না। কারণ এটি সেই দুটো মানুষের মধ্যেকার ব্যাপার।’
অংশুলা তাঁর মা মোনা সুরি সম্পর্কে বলেন, ‘আমার মা আমার ডানায় বাতাস দিয়েছে। তিনি ধীরে ধীরে আমার মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলেন, কারণ তিনিই আমার কাছে সবকিছু ছিলেন। আমার মধ্যে আত্মবিশ্বাসের লেশমাত্র ছিল না। উনি না থাকলে এই অপরাধবোধ আমার কাঁধে শয়তানের মতো বসে থাকত। আমার নিজের মন আমাকে ধাক্কা মেরে ফেলে দিত। আমার মনে হয় না এতটা মানসিক সমর্থন না পেলে আমি এতটা স্বাভাবিক জীবনযাপন করতে পারতাম।’
অংশুলা আরও জানান যে, কীভাবে তাঁর মা-বাবার বিচ্ছেদর কারণে সমাজের আর পাঁচজন মানুষ তাঁদের বিচার করত! বলেন, ‘আমরা যখন কোনো গ্রুপে যেতাম, তখন লোকজন আমাদের দেখলেই চুপ হয়ে যেত, আন্টিরা চোখ দিয়ে আমাদের বিচার করত, কেউ কেউ তো আমাদের সঙ্গে কথাও বলত না। এটি আপনাকে খুব খারাপ বোধ করায় এবং আপনি বিচ্ছিন্ন হয়ে পড়েন।’
মা-কে নিয়ে অংশুলা বলেন, ‘আমার মা হয়তো নিজের যুদ্ধ নিজেই লড়ছেন, মাঝে মাঝে ভেঙে পড়েছেন, কিন্তু আমার কাছে তিনি ছিলেন একজন সুপারওম্যান। পুরোটাই তিনি নিজেই করেছেন। আমি ভাবতাম যে আমার মা যেমন সব কিছু করেন, আমিও তেমনি সব করব। আমি তাই সবটা নিজে করা শুরু করি। যতক্ষণ না একদিন অর্জুন আমাকে বলল যে, ওঁর কাছে কোনও বিকল্প ছিল না, তবে তোমার আছে। একটু বিরতি নিতে পারো।’
অংশুলা কিছুদিন আগে করণ জোহরের নেটফ্লিক্স ওয়েব শো দ্য ট্রেইটরসে হাজির হয়েছিলেন। অংশুলা সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়, যেখানে তিনি বয়ফ্রেন্ডের সঙ্গে ছবিও শেয়ার করেন, পাশাপাশি সমাজের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা বলেন।