রণবীর কাপুরের 'রামায়ণ' ছবিতে বলিউডের নামী দামী তারকাকে দেখা যাবে। এই তারকাদের মধ্যে অন্যতম হলেন শিবা চাড্ডা। নায়িকাকে ছবিতে মন্থরার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি সম্পর্কে বলতে গিয়ে শিবা জানিয়েছেন যে, যখন তিনি ছবিটির শুটিং করছিলেন, তখন তিনি জানতেন না যে তিনি এত বড় মাপের একটি প্রকল্পের অংশ হতে চলেছেন। তিনি বলেন যে, সবাই তাঁকে ‘রামায়ণ’ সম্পর্কে জিজ্ঞাসা করছেন।
আরও পড়ুন: ছেলের জন্মের ৪ মাসের মধ্যে কীভাবে এত ওজন কমালেন পিয়া? অনুরাগীর প্রশ্নে মুখ খুললেন পরম-পত্নী
আরও পড়ুন: 'চিরসখা'র 'প্লুটো' পার্থ এবার বিয়ের পিঁড়িতে? জুটিতে খেলেন আইবুড়োভাত! চিনুন তাঁর 'পার্টনার'কে
মিড ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে শিবা এই প্রসঙ্গে বলেন, ‘সবাই সর্বত্র রামায়ণ সম্পর্কে জিজ্ঞাসা করছেন। যখন আমি এর শ্যুটিং করছিলাম, তখন আমি জানতামই না যে, এই ছবিটি নিয়ে সকলের এত প্রত্যাশা রয়েছে। দর্শকরা এই ছবিটি নিয়ে ভীষণ ভাবে উত্তেজিত। আমি একটি ছোট্ট চরিত্রে কাজ করেছি, তবে আমি এই ছবিটিতে কাজ করে ভীষণ উপভোগ করেছি। আমার বেশির ভাগ কাজ ছিল লারা দত্তের সঙ্গে।’
আরও পড়ুন: মহালয়ায় নয়, তার আগেই শ্বেতার 'মহিষাসুরমর্দ্দিনী' মুক্তি পাবে! জানেন কবে? দেখে নিন
কাজের সূত্রে, তাঁকে এরপর কাজলের জনপ্রিয় সিরিজ ‘ট্রায়াল’ -এর দ্বিতীয় সিজন ‘ট্রায়াল ২’ -এ দেখা যাবে। ‘ট্রায়াল ২’-তে তাঁকে 'মালিনী' নামের একটি চরিত্রে দেখা যাবে। তাঁর চরিত্র সম্পর্কে বলতে গিয়ে শিবা চাড্ডা বলেন, ‘মালিনী একজন শক্তিশালী, দৃঢ় চরিত্রের মহিলা। সে তার সিদ্ধান্তে অটল থাকে। কিন্তু এবার তাকে একটু অন্য ভাবে, ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাবেন দর্শকরা।’
আরও পড়ুন: বিয়ে নিয়ে চিন্তার ভাঁজ সায়কের কপালে? 'এখনও জীবনে কেউ…', যা বললেন অভিনেতা
আরও পড়ুন: সাবিত্রীর সাজ নিয়ে কটাক্ষ! 'মনকে এখনও তেমন বুড়ো করে ফেলিনি যে, সাজব না…', জবাব বর্ষীয়ান অভিনেত্রী
প্রসঙ্গত, রণবীর কাপুরের রামায়ণ পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। রণবীর কাপুরকে ভগবান রামের ভূমিকায় দেখা যাবে। সাই পল্লবীকে দেবী সীতার ভূমিকায় দেখা যাবে। রবি দুবেকে লক্ষ্মণের ভূমিকায় দেখা যাবে। তাছাড়াও জানা গিয়েছিল ভগবান রামের পিতা দশরথের ভূমিকায় দেখা যাবে অরুণ গোভিলকে।