একের পর অসুস্থ হয়ে পড়লেন একই গ্রামের কমপক্ষে ৪০ জন। তড়িঘড়ি তাঁদের ভর্তি করা হল হাসাপাতালে। দক্ষিণ ২৪ পরগনার নামখানায় ধর্মীয় অনুষ্ঠানের প্রসাদ খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ওই চল্লিশ জন গ্রামবাসী। আক্রান্তদের মধ্যে রয়েছেন শিশু ও প্রবীণও। একে একে অনেকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁদের কাকদ্বীপ মহকুমা হাসপাতাল এবং দ্বারিকনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
আরও পড়ুন: ছোলা, ঘুগনি-মুড়ি খেতেই বিপত্তি, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাদ্রাসার ১০পড়ুয়া
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে রাধাষ্টমী উপলক্ষে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের গণেশনগর এলাকায় এক বাসিন্দার বাড়িতে পুজোর আয়োজন হয়েছিল। সেখানেই গ্রামের বহু মানুষ প্রসাদ গ্রহণ করেন। লুচি, ঘুগনি আর তালের বড়াই ছিল সেই প্রসাদের প্রধান খাবার। পরের দিন, অর্থাৎ মঙ্গলবার দুপুর থেকে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন অনেকেই। কারও পেটে তীব্র ব্যথা, কারও আবার বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয়। সন্ধ্যা নামতেই একে একে প্রায় চল্লিশ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হলেও আপাতত সকলেই চিকিৎসাধীন। এদিকে হঠাৎ এভাবে এত মানুষ অসুস্থ হয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
ঘটনার খবর পেয়ে সক্রিয় হয়েছে প্রশাসন ও স্বাস্থ্য দফতর। অসুস্থদের চিকিৎসার পাশাপাশি পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনে গুরুতর রোগীদের অন্যত্র স্থানান্তরের প্রস্তুতিও রাখা হয়েছে। গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন, এত সংখ্যক মানুষ একসঙ্গে অসুস্থ হয়ে পড়ায় তাঁরা আতঙ্কে রয়েছেন। স্থানীয় স্বাস্থ্যকর্মীরাও দ্রুত গ্রামে পৌঁছে নজরদারি শুরু করেছেন। আপাতত নতুন করে অসুস্থ হয়ে পড়ার কোনও খবর পাওয়া যায়নি।