হলদিয়ায় ঢোকার মুখে থাকা ‘হলদিয়া গেট’ মেরামতির জন্য জাতীয় সড়কের একাংশে চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। হলদিয়া উন্নয়ন পর্ষদের নির্দেশ অনুযায়ী, আজ বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ১১৬ নম্বর জাতীয় সড়কের কাপাসএড়্যা থেকে বজ্রলালচক মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
আরও পড়ুন: আগামী রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন বিকল্প রুটে যানবাহন? জেনে নিন
এই সময়ে বিকল্প রাস্তার ব্যবস্থাও জানানো হয়েছে। কাপাসএড়্যা থেকে রাজ্য সড়ক ধরে মহিষাদল তেরপখ্যা মোড়ে পৌঁছনো যাবে। সেখান থেকে মেচেদা রাজ্য সড়ক ব্যবহার করে যানবাহন হলদিয়া যেতে পারবে। তবে নির্দেশিকা জারি হওয়ার পর কিছু বিভ্রান্তি তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিন্ন নির্দেশ ভাইরাল হয়, যেখানে বলা হয়, বুধবার ভোর থেকে সন্ধে পর্যন্ত জাতীয় সড়ক বন্ধ থাকবে। দুই সময়সূচি ঘিরে বাসিন্দাদের মধ্যে ধোঁয়াশা ছড়ায়। অবশেষে হলদিয়া উন্নয়ন পর্ষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্তই রাস্তা বন্ধ থাকবে। স্থানীয় সূত্রে খবর, বিভ্রান্তি দূর করতে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকে ঘোষণা করা হচ্ছে। জানা গিয়েছে, ১১৬ নম্বর জাতীয় সড়কটি মেচেদা থেকে হলদিয়া পর্যন্ত বিস্তৃত। তার মধ্যে কাপাসএড়্যা থেকে বজ্রলালচক পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে।
নিত্যযাত্রীদের মধ্যে অনেকেই এই নিয়ে চিন্তায় পড়েছেন। কলকাতা যাতায়াতকারী ব্যবসায়ী, কর্মরত মানুষদের মতে, কাজের প্রয়োজনে তাঁদের কলকাতা যেতে হয়। জাতীয় সড়ক দিয়েই যাতায়াত করেন। সোশ্যাল মিডিয়ায় দুই রকম নির্দেশিকা দেখে বুঝতেই পারছেন না কোনটি সঠিক। এখন প্রশাসনের তরফে স্পষ্ট হওয়ার পর কিছুটা স্বস্তি মিলেছে। হলদিয়া গেট সংস্কারের কাজ চলাকালীন নির্দিষ্ট সময়ের জন্য জাতীয় সড়কের ওই অংশ এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে সাধারণ মানুষকে। প্রশাসনের আশা, নির্দেশিকা মেনে চললে বড় ধরনের যানজট বা বিশৃঙ্খলা এড়ানো যাবে।