ফের বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু। আগামী রবিবার ৩১ অগস্ট সকাল থেকেই কাজের জন্য বন্ধ থাকবে এই সেতু। বিফেরদ্যাসাগর সেতুতে কেবল ও বিয়ারিং বদলের পাশাপাশি কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় স্টিল পোর্টাল বিম বসানোর কাজ হাতে নিয়েছে কর্তৃপক্ষ। জনস্বার্থে এবং যাত্রী যানবাহনের নিরাপত্তার স্বার্থে দিনভর বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতুর ওপর যান চলাচল। হাওড়া সিটি পুলিশ ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রবিবার ভোর ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা।
আরও পড়ুন: ২৪ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, বিকল্প রুটে চলবে যানবাহন, জেনে নিন সময়
ট্রাফিক নিয়ন্ত্রণের কারণে কলকাতা হাওড়া ও জাতীয় সড়ক অভিমুখে একাধিক রুটে বদল করা হয়েছে। পুলিশের নির্দেশিকা অনুযায়ী কোলাঘাট ও ডানকুনির দিক থেকে কলকাতায় আসা গাড়ি কোনওভাবেই কোনা এক্সপ্রেসওয়ে ধরে বিদ্যাসাগর সেতুতে উঠতে পারবে না। বিকল্প হিসেবে ধুলাগড়-নিবরা-সলপ হয়ে বিবেকানন্দ সেতুর পথে যেতে হবে। একইভাবে কলকাতা থেকে হাওড়ার দিকে যাওয়া গাড়িগুলিকেও দ্বিতীয় হুগলি সেতু এড়িয়ে হাওড়া ব্রিজ বা নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে। কোলাঘাটমুখী ছোট গাড়িগুলি কাজিপাড়া হয়ে জিটি রোড, আন্দুল রোড ধরে জাতীয় সড়ক ১৬ ব্যবহার করতে পারবে। ডানকুনি অভিমুখী গাড়ি হ্যাংসাং ক্রসিং হয়ে আমতা রোড ও সলপ ধরে সিসিআর ব্রিজ-মৈতিপাড়া যেতে পারবে। বিকল্প হিসেবে কাজিপাড়া হয়ে বালি-জিরো পয়েন্ট হয়ে ডানকুনিতেও পৌঁছনো যাবে। রবিবার যাত্রীদের ভোগান্তি এড়াতে সাঁতরাগাছি স্টেশনে পৌঁছনোর জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নিবরার দিক থেকে আসা ছোট গাড়িগুলি জগাছা-মাহিয়ারি রোড ব্যবহার করতে পারবে। অন্যদিকে কাজিপাড়া বা হ্যাংসাং ক্রসিং থেকে আসা গাড়ির জন্য সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত আলাদা রুট খুলে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৪ অগস্টেও একই ধরনের মেরামতির জন্য দিনভর বন্ধ ছিল বিদ্যাসাগর সেতু। এবারও একইভাবে রবিবার ছুটির দিনে কাজ চালানো হবে, যাতে নিয়মিত অফিসযাত্রী বা পড়ুয়াদের তেমন অসুবিধা না হয়। হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, জনস্বার্থেই এই কাজ হচ্ছে। সেতুর নিরাপত্তা ও কাঠামো শক্ত করতে জরুরি মেরামত প্রয়োজন। তাই বিকল্প রুটে যানবাহন চালানো হবে। যাত্রীদের অসুবিধা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।