টেলিভিশন জগতে খুবই পরিচিত অভিনেত্রী হলেন অশনূর কৌর। ঝাঁসি কি রানী ধারাবাহিকে প্রাচী চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন তিনি। ছোটপর্দায় এই অভিনেত্রী অভিনয় করেছিলেন সাত নিভানা সাথিয়া, ইয়ে রিস্তা কিয়া কেহেলাতা হে, পাটিয়ালা বেবস সহ একাধিক ধারাবাহিকে।
সম্প্রতি হাউটার ফ্লাইয়ের সঙ্গে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, মাত্র ৬ বছর বয়সে কীভাবে তিনি ৩০ ঘণ্টা কাজ করতেন। সেই সময় যে একাধিক শারীরিক এবং মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে, সেই সবকিছুই তিনি তুলে ধরেন সাক্ষাৎকারে।
আরও পড়ুন: নাম না করেই শ্বেতাকে তুলোধোনা মৌমিতার, সমাজমাধ্যমে কোন সত্যি তুলে ধরলেন তিনি?
আরও পড়ুন: এবার পুজোয় ফেলুদার সঙ্গে পাড়ি দিন কাঠমান্ডু, কোন ওটিটি-তে মুক্তি পাবে সিরিজটি?
অশনূর বলেন, ‘এই মুহূর্তে তিনি ১২ ঘণ্টার কাজের সুযোগ পেয়েছি কিন্তু একটা সময় টানা ৩০ ঘন্টা কাজ করতে হত আমায়। ৬ বছর বয়সে যখন আমি শোভা সোমনাথ কি, নামের একটি ধারাবাহিককে অভিনয় করছিলাম, তখন একটানা কাজ করতে হতো আমাকে।’
অভিনেত্রী বলেন, ‘সেই সময় আমি এতটাই ক্লান্ত হয়ে যেতাম যে আমার মা আমাকে ভ্যানিটি ভ্যানে কয়েক ঘন্টা ঘুম পাড়িয়ে দিত। প্রযোজনার লোকেরা বাইরে অপেক্ষা করতেন, আমি বিশ্রাম করে আবার কাজ শুরু করে দিতাম।’
আরও পড়ুন: আয়ার হাতে নির্যাতিত কৃষভি, মায়েদের উদ্দেশ্যে বিশেষ বার্তা কাঞ্চন-শ্রীময়ীর
আরও পড়ুন: নতুন রূপে আত্মপ্রকাশ ঋতুপর্ণার, ফরাসি ভাষায় প্রকাশিত হবে তাঁর প্রথম কবিতার বই
অভিনেত্রী আরও বলেন, ‘একটানা কাজ করায় আমার শারীরিক সমস্যা তৈরি হয়েছিল। আমি একবার সেটে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি কাউকে কিছু বলিনি। কঠোর ডায়েট মেনে চলতে হতো আমাকে যার ফলে আমি ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছিলাম।’
যদিও এর আগে একাধিক টেলি অভিনেতা অভিনেত্রীরা তাঁদের একটানা কাজের কথা জানিয়েছেন সমাজ মাধ্যমে। কিছুদিন আগেই শ্বেতা তিওয়ারি বলেন, টানা ৭২ ঘন্টা কাজ করতে হতো তাঁকে। হিতেন তেজওয়ানিও স্বীকার করেন, তাঁকে একটানা ৪৮ ঘণ্টার বেশি কাজ করতে হয়েছিল একসময়।
ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীদের যে শুধুমাত্র অতিরিক্ত কাজ করতে হয় তা নয়, তাঁরা সেই কাজের জন্য যথাযথ সম্মানও পান না। বারবার এই প্রসঙ্গে কথা বলেছেন একাধিক অভিনেতা অভিনেত্রী। কিছুদিন আগেই রুপালি গঙ্গোপাধ্যায় এই বিষয়ে প্রশ্ন তোলেন। শুধুমাত্র বড় পর্দার অভিনেতা- অভিনেত্রী নন, ছোট পর্দার কলাকুশলীদেরও যাতে জাতীয় পুরস্কারের সম্মানিত করা হয় সেই আবেদন করেছেন তিনি।