কদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছোট পর্দার নায়িকা শ্বেতা ভট্টাচার্য। এক সাক্ষাৎকারে তাঁর খোলামেলা পোশাক পরা নিয়ে বলা কিছু কথাই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এমনকী, শ্বেতার কথার বিরোধিতা করে সম্প্রতি মুখ খুলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। স্বস্তিকা নাম না করেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, ‘শুনলাম টিভিতে কাজ করেন এমন একজন অভিনেত্রী বলেছেন হাতকাটা ব্লাউজ পরা মানে শরীর বেচা। আমার তো তাহলে আর শরীরটাই নেই, আমি মিস ইন্ডিয়া, দেখা যায় না। আমি অদৃশ্য।’
কোন গোপনের মন ভেসেছে-র সেটে উপস্থিত এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে স্বস্তিকার করা পোস্ট নিয়ে মুখ খুললেন শ্বেতা ভট্টাচার্য। বেশ বিনয়ের সঙ্গেই ‘শ্যামলী’ জবাব দিল, ‘স্বস্তিকাদির ভক্ত আমার বর। আমারও ওঁকে ভীষণ ভালো লাগে। সেই সাথীহারা থেকে ভালো লাগে। তাই ওঁকে বাদ দিয়ে বলছি, যারা এসব বলে আমি পাত্তা দেই না। আর ওঁকে বলব, দিদি আমি এইমাত্র শুনলাম আপনি এই নিয়ে কথা বলেছেন। আপনি একদম ঠিকই বলেছেন। কিন্তু আমি কখনো বলিনি দিদি যে, হাত কাটা ব্লাউজ পরা মানে শরীর বেচে দেওয়া। আমি একটা সাক্ষাৎকারে বলেছিলাম যে, আজ থেকে ১৬ বছর আগে একটা ইভেন্টে, আমাকে একজন একটা হাতকাটা ব্লাউজ দিয়ে পরতে বলেছিলেন। আমি যখন বলেছিলাম আমি হাতকাটা পরতে পারব না, তখন সে আমায় বলেছিলেন, তুমি কাজ করবে কী করে! এখানে তো শরীর দেখাতেই হয়। তাকে আমি উত্তর দিয়েছিলাম, শরীর দেখিয়ে কাজ পাব? ট্যালেন্ট দিয়ে নয়! আমি এখানে শরীর বিক্রি করতে আসিনি, ট্যালেন্ট বিক্রি করতে এসেছি’।
‘আমি জানি কোনো চরিত্রের জন্য যদি স্লিভলেস ডিমান্ড করে, তাহলে পরতেই হয়। কেউ স্লিভলেস পরলেই খারাপ হয়ে যায় না। আমি আগেরদিন সাক্ষাৎকারে মিশমির (মিশমি দাস) কথা বলেছিলাম, শ্রীতমাদির (শ্রীতমা দে) কথা বলেছি, অস্মিতার (অস্মিতা চক্রবর্তীর) কথা বলেছি, ওদের ফাটাফাটি লাগে। ওরা দারুণ ক্যারি করে, আমাকে অদ্ভুত লাগে। হতে পারে এটা আমার মানসিকতা। আমি কখনো বলিনি যারা স্লিভলেস পরে, তাঁরা শরীর বেচে দিচ্ছে। আমি কখনো কাওকে ছোট করে কথা বলতে শিখিওনি। না কখনো বলব।’, আরও বলেন শ্বেতা।
ফেসবুকে কী পোস্ট করেন স্বস্তিকা?
কারও নাম না করেই স্বস্তিকা ফেসবুকে লেখেন, ‘আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোন হিরোইনরা হাত কাটা ব্লাউজ পরতেন, পরেছেন এবং পরেন? আমার মা পরতেন, উনি অবশ্য গৃহবধূ ছিলেন। আমার মাথায় যে নামগুলো আসছে লিস্ট করছি। প্লিজ আপনাদের মনে পড়লে আরও নাম যোগ করবেন। শুনলাম টিভিতে কাজ করেন এমন একজন অভিনেত্রী বলেছেন হাতকাটা ব্লাউজ পরা মানে শরীর বেচা। আমার তো তাহলে আর শরীরটাই নেই, আমি মিস ইন্ডিয়া, দেখা যায় না। আমি অদৃশ্য।’ এমনকী নিজের পোস্টে অনেকের নাম লেখেন স্বস্তিকা যারা হাতকাটা ব্লাউজ পরেন, এখনও পরছেন। এখানে দেখা যায় অনেকেই শ্বেতার বিরোধিতা করে, স্বস্তিকার সমর্থনে মন্তব্য করছেন।