সানি লিওনি এবং ড্যানিয়েল ওয়েবারের তিনটি সন্তান আছে। দুই ছেলে সারোগেসির মাধ্যমে এবং মেয়ে নিশাকে তারা দত্তক নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আইভিএফ ও সারোগেসির অভিজ্ঞতা নিয়ে কথা বললেন সানি। এমনকী, এই প্রক্রিয়ায় কী কী সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁকে, তা নিয়েও কথা বললেন।
সানিকে এই সাক্ষাৎকারে বলতে শোনা যায়, ‘আমরা ভেবেছিলাম সারোগেসির মাধ্যমে এক সন্তান নেব। কয়েকবছর পর কাজে যোগ দেব। তবে সময়টা আমাদের জন্য ভালো ছিল না একদম। যদিও আমার শরীরের জন্য, আমার হৃদয়ের জন্য তা ছিল একদম সঠিক সময়। এমন কেউ যে আমার, তবে আমার শরীরে তাঁর জন্ম হবে না!’
‘আমরা তখন সারোগেসি করার কথা ভাবি। আমার ডিম্বানু সংরক্ষণ করি। আর সেই ডিম্বাণু থেকে ৬টি ভ্রুণ তৈরি হয়। ৪ টি মেয়ে, দুটি ছেলে। আমরা সবসময় ভেবেছিলাম আগে মেয়ে নেব। কিন্তু তা হয়নি। মেয়ে ভ্রুণ ৪টেই নষ্ট হয়ে যায়। আমরা ডাক্তার পরিবর্তনের সিদ্ধান্ত নেই। তখন আমাদের সঙ্গে ২টি ছেলে ভ্রুণ ছিল।’, আরও বলেন সানি।
অভিনেত্রী আরও জানান, এই সময়ই তাঁরা দত্তক নেওয়ার জন্য আবেদন করেছিলেন। কারণ বারবার এভাবে ব্যর্থতা তাঁদের হৃদয় ভেঙে দিচ্ছিল। এই ঘটনা পরিবার বা বন্ধু কাওকেই জানাননি সানি ও ড্যানিয়েল। বরং একে-অপরকে সামলেছিলেন। তবে যেদিন তাঁদের মেয়েকে দত্তক নেওয়ার সব প্রক্রিয়া ফাইনাল হয়, সেদিনই তাঁদের সারোগেটের প্রেগন্যান্সি পজিটিভ আসে। দুদিক থেকেই খুশির খবর ভরিয়ে দেয় সানি ও ড্যানিয়েলকে।