শুক্রবার ২৯ অগস্ট মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মলহোত্রার সিনেমা পরম সুন্দরী। প্রথম দিনে সেভাবে যদিও বক্স অফিসে ছাপ ফেলতে পারল না ছবিখানা। স্যাকনিল্ক অনুসারে, পরম সুন্দরী ৭.২৫ কোটি টাকা দিয়ে খাতা খুলেছে। চলতি বছরে রোম্যান্টিক ঘরনার সিনেমাগুলি বেশ ভালো ব্যবসা করেছে প্রেক্ষাগৃহে। অহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত 'সাইয়ারা' গত মাসে মুক্তির প্রথম দিনে যে পরিমাণ আয় করেছে, তার মাত্র এক-তৃতীয়াংশ আয় করল পরম সুন্দরী। মুক্তির প্রথম দিনে সাইয়ারা আয় করেছিল ২১.৫ কোটি টাকা। সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী ছাড়াও এই ছবিতে রয়েছেন রাজীব খান্ডেলওয়াল ও আকাশ দাহিয়া।
তবে পরম সুন্দরী-কে বক্স অফিসে টক্কর দিতে হচ্ছে কুলি আর ওয়ার ২ সিনেমাকে। দক্ষিণ ভারতের সুপারস্টার রজিনীকান্তের ছবি ‘কুলি’ ১৪ আগস্ট মুক্তি পেয়েছে। ছবিতে রজিনীকান্ত পুরোপুরি অ্যাকশন মোডে দেখা গিয়েছে। সঙ্গে হৃতিক রোশন আর জুনিয়র এনটিআরের ছবিও একইদিনে মুক্তি পায়। দুটি ছবিই বক্স অফিসে ১৬ দিন পার করেছে। চলুন দেখে নেওয়া যাক কার আয় কত হল-
কুলির বক্স অফিস আয়:
‘কুলি’র শুক্রবারের আয়ের হিসেব প্রকাশিত হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কত আয় করেছে ছবিটি। লোকেশ কনগরাজ পরিচালিত রজিনীকান্ত অভিনীত ‘কুলি’ ছবির বাজেট ৩৫০ কোটি টাকা বলে জানা গেছে। এই ছবির জন্য রজিনীকান্ত ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। ছবিতে রজিনীকান্ত ছাড়াও নাগার্জুন, শ্রুতি হাসন এবং আমির খানের বিশেষ অতিথি চরিত্র রয়েছে। ‘কুলি’ মুক্তির প্রথম দিন ৬৫ কোটি টাকা আয় করেছে। ১৬তম দিনে ‘কুলি’ ১.৭৫ কোটি টাকা আয় করেছে। ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট আয় এখন পর্যন্ত ২৭৩.২৫ কোটি টাকা হয়েছে।
ওয়ার ২-র বক্স অফিস আয়:
হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর প্রথমবার একসঙ্গে কাজ করেন 'ওয়ার ২' ছবিতে। এছাড়াও এই ছবিতে দেখা গিয়েছিল কিয়ারা আদবানি, টাইগার শ্রফ, আশুতোষ রানার মতো অভিনেতারা। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির বাজেট ৪০০ কোটি টাকা। 'ওয়ার ২' উদ্বোধনী দিনে ৫২ কোটি টাকা দিয়ে খাতা খুলেছিল। একই সঙ্গে এখন শুক্রবারের প্রাথমিক পরিসংখ্যান এসেছে। স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, 'ওয়ার ২' ১৬ তম দিনে অর্থাৎ তৃতীয় শুক্রবারে ০.৬৫ লক্ষ টাকা আয় করেছে। এখনও পর্যন্ত ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট সংগ্রহ ২৩১.৯০ কোটি টাকা।