টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ অঙ্কুশ হাজরা। রিয়ালিটি শো-এর দৌলতে ছোটপর্দার মাধ্যমেও লাখো জনতার কাছে পৌঁছে যান তিনি। কিন্তু এবার মহাফ্যাঁসাদে টলিউডের এই নায়ক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল অঙ্কুশকে, খবর এমনই। চর্চা, অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা, সেই কারণেই তলব করা হয়েছে তাঁকে।
অঙ্কুশ একা নন, এর আগে বেআইনি বেটিং অ্য়াপ সংক্রান্ত মামলাতে ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি। সেই তালিকায় নাম রয়েছে দক্ষিণী তারকা রানা দগ্গুবতি, বিজয় দেবেরাকোন্ডা থেকে কপিল শর্মা-সহ একাধিক সমাজমাধ্যম প্রভাবীর। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে আগামী ১৬ই সেপ্টেম্বর হাজিরা দিতে হবে অঙ্কুশকে। অর্থাৎ পুজোর আগেই অঙ্কুশকে পড়তে হবে তদন্তকারীদের কড়া প্রশ্নবাণের মুখে।
বেটিং অ্যাপগুলির হয়ে প্রচার করার বিনিময়ে তারকারা আর্থিক সুবিধা পেয়েছেন বলে অভিযোগ। তদন্তকারী অফিসারদের সন্দেহ, এই বেআইনি বেটিং অ্যাপগুলি অবৈধভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে। হাওয়ালার মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও অভিযোগ। ইডির সমন নিয়ে অঙ্কুশ এখনও সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দেননি, ফোনে অধরা নায়ক।
আপতত নিজের পুজো রিলিজ রক্তবীজ ২ নিয়ে ব্যস্ত অঙ্কুশ। আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ-নন্দিতার এই ছবি। যেখানে অদম অচেনা অবতারে ধরা দেবেন অঙ্কুশ। এছাড়াও ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে এতদিন দেখা মিলছিল তাঁর, শীঘ্রই শেষ হবে জি বাংলার এই ডান্স রিয়ালিটি শো।