বিপদ যেন পিছু ছাড়তে চায় না অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের। কিছু সময় আগে পায়ে চোট পেয়ে দীর্ঘদিন ঘরবন্দী ছিলেন তিনি। লিগামেন্ট টিয়ার হয়েছিল অভিনেত্রীর। সমস্যা এতটাই গুরুতর হয়েছিল যে সেই সময় কাজ থেকেও বিরতি নিতে হয়েছিল তাঁকে। এবার আবার তাঁকে শরণাপন্ন হতে হল চিকিৎসকের।
কিছুদিন আগেই বিদেশে ঘুরতে গিয়েছিলেন তিনি। বিদেশে থাকাকালীন চোট পাওয়া জায়গায় আবার ব্যথা পান তিনি। এতদিন ব্যথার ওষুধ খেয়ে কাজ চালালেও অবস্থা রীতিমতো গুরুতর। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাই এখন আপাতত বাড়িতেই থাকতে হবে অভিনেত্রীকে।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
আপাতত এক সপ্তাহ বাড়িতে পুরোপুরি রেস্ট নিতে হবে তাঁকে। সমানতালে চলবে ফিজিয়োথেরাপি। একই জায়গায় বারবার চোট পাওয়ায় ভীষণভাবে কষ্ট পাচ্ছেন তিনি।
জানা গিয়েছে, তাইল্যান্ড ঘুরতে গিয়েই বিপত্তি ডেকে আনেন শ্রীমা। বৃষ্টির মধ্যে স্কুটি থেকে পড়ে যান তিনি। একই জায়গায় আবার চোট লাগে। পায়ের ব্যথা নিয়েই তিনি কোনও রকমে ঘুরে বেড়ান। অবশেষে দেশে ফিরে ছোটেন ডাক্তারের কাছে।
প্রসঙ্গত, ‘বসু পরিবার’ ধারাবাহিকে প্রমো শুট করতে গিয়েই প্রথম পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। বিয়ের দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে ঘটে অঘটন। প্রথমে পাত্তা না দিলেও পরে তিনি বুঝতে পারেন বড়সড়ো সমস্যাই তৈরি হয়েছে।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
একবছরের মধ্যে আবার সেই একই জায়গায় চোট পেয়ে রীতিমতো চিন্তিত অভিনেত্রী। গত বছর দুর্গাপুজোয় পায়ের ব্যথায় সম্পূর্ণ বাড়িতেই ছিলেন তিনি, কিন্তু এই বছর আর কিছুতেই বাড়িতে থাকতে চান না অভিনেত্রী। তাই বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন তিনি। পুজোর আনন্দ যেন কিছুতেই মিস না হয়!
প্রসঙ্গত, বেদের মেয়ে জোৎস্না, জামাই রাজা, গাঁটছড়া, জয় জগন্নাথ, নাগলীলা সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি। ‘বসু পরিবার’ ধারাবাহিকে সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। এখন তিনি আছেন লম্বা ছুটিতে।