রাজ্য জুড়ে চলছে সরকারের নয়া কর্মসূচি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’- এর শিবির। ব্যাপক সাড়া ফেলছে এই কর্মসূচি। মাত্র ২৬ দিনের মধ্যে এক কোটিরও বেশি মানুষ অংশ নিলেন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে। এই তথ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ উপস্থিত থাকতে হবে মন্ত্রীদের, নির্দেশ মমতার
নিজের এক্স হ্যান্ডেল পোস্টে মমতা জানান, রাজ্যজুড়ে প্রায় ১৪,৫০০টি শিবিরে এক কোটির বেশি মানুষ পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী লেখেন, ‘অত্যন্ত আনন্দিত ও গর্বিত হয়ে জানাচ্ছি, মাত্র ২৬ দিনে এক কোটিরও বেশি মানুষ তাঁদের এলাকার সমস্যার স্থায়ী সমাধানের জন্য ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে যোগ দিয়েছেন। এত দ্রুত এক কোটির সীমা অতিক্রম করা সত্যিই অভূতপূর্ব। বাংলার নারী-পুরুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক সুশাসনের সংস্কৃতিকে আরও প্রাণবন্ত করেছে।’
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, এই উদ্যোগকে সফল করতে প্রতিনিধিদের পাশাপাশি সরকারি আধিকারিক, কর্মী ও স্বেচ্ছাসেবকেরা অক্লান্ত পরিশ্রম করছেন। তাঁদের প্রশংসা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আপনাদের পরিশ্রম ও নিষ্ঠায় এই দৃষ্টিভঙ্গি বাস্তবে রূপ পেয়েছে। রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মা-মাটি-মানুষের সরকার সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।’
উল্লেখ্য, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প শুরু হয়েছিল চলতি মাসের ২ তারিখে। এর মাধ্যমে প্রতিটি বুথে সরাসরি সমস্যা শোনার ও সমাধানের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের ৮০ হাজার বুথের প্রত্যেকটিতে বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ টাকা। প্রতি তিনটি বুথ মিলিয়ে একেকটি শিবির গড়ে তোলা হয়েছে, যেখানে সাধারণ মানুষ নিজেদের অভিযোগ ও প্রয়োজনীয় নথি জমা দিতে পারছেন।