উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ঘিরে বড় সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষার দিনগুলিতে প্রাথমিক বিদ্যালয়গুলির কার্যক্রম কীভাবে চলবে, তা নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব প্রাথমিক বিদ্যালয় উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্রের একই প্রাঙ্গণে অবস্থিত, তাদের ক্লাসের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে, স্বতন্ত্র প্রাথমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না।
আরও পড়ুন: ৭৫ মিনিটের পরীক্ষা! পুজোর আগেই উচ্চমাধ্যমিকের প্রথম সেমেস্টার, রইল পুরো রুটিন
বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতির ২৮ অগস্টের নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষার সময় স্কুলগুলির একাডেমিক ক্যালেন্ডার মেনে চলা বাধ্যতামূলক। সেই লক্ষ্যেই প্রাথমিক বোর্ড নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। বলা হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের মধ্যে থাকা সকালের সময়ে (মর্নিং) প্রাথমিক বিদ্যালয়গুলি নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। তবে সময়সূচি বেঁধে দেওয়া হয়েছে সকাল ৬টা ৩০ থেকে সকাল ৯টা পর্যন্ত। এই সময়ের মধ্যেই মিড ডে মিল সহ সমস্ত শিক্ষা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যদিকে, দিনের শিফটে চলা প্রাথমিক বিদ্যালয়গুলিকে সাময়িকভাবে মর্নিং ক্লাস নিতে বলা হয়েছে। তারাও একইভাবে সকাল ৬টা ৩০ থেকে সকাল ৯টা পর্যন্ত ক্লাস করবে এবং মিড ডে মিলের সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করবে। এদিকে, যেসব প্রাথমিক বিদ্যালয় উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্রের প্রাঙ্গণে নয়, সেগুলি স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চালু থাকবে।
বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২ সেপ্টেম্বর প্রকাশিত আগের নির্দেশিকা (মেমো নং ১৯৮২/WBBPE/২০২৫) বাতিল বলে গণ্য হবে। ফলে নতুন নির্দেশিকা অনুযায়ীই সমস্ত প্রাথমিক বিদ্যালয়কে ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সমস্ত চেয়ারম্যান ও চেয়ারপার্সনকে অনুরোধ করা হয়েছে দ্রুত প্রয়োজনীয় নির্দেশ সংশ্লিষ্ট স্কুলগুলিতে পৌঁছে দিতে। উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার দিকেও কড়া নজর রাখতে বলা হয়েছে। পর্ষদের স্পষ্ট নির্দেশ, পরীক্ষায় কোন ধরনের ব্যাঘাত বা গাফিলতি বরদাস্ত করা হবে না।