বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে ফের সেরার শিরোপা ছিনিয়ে নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। স্টেট পাবলিক ইউনিভার্সিটি বা রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এই শিরোপা পেয়েছে যাদবপুর। অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় এই সেরা রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে রয়েছে তালিকায় ১৫তম স্থানে।
যাদবপুরের স্থান কোথায়?
দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ১৮ তম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। অন্যদিকে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে নবম স্থানে রয়েছে কলকাতার এই বিশ্ববিদ্যালয়। তবে কলকাতা দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির নিরিখে অনেকটাই পিছিয়। এই তালিকায় কলকাতার স্থান ৩৯-এ।
আরও পড়ুন - পপকর্ন মিমে ইতি টানল নয়া GST! নতুন ব্যবস্থায় কত কর গুণতে হবে?
দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যের কোন বিশ্ববিদ্যালয়?
সম্প্রতি ভারতের শিক্ষামন্ত্রক ২০২৫-এর ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক প্রকাশ করেছে। এই ফ্রেমওয়ার্কে দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলির নাম নথিভুুক্ত রয়েছে। প্রসঙ্গত, দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় এই বছর প্রথম আইআইটি মাদ্রাজ। দ্বিতীয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু ও তৃতীয় আইআইটি বোম্বে। সেরা শিক্ষা প্রতিষ্ঠানের নিরিখে দেশের ষষ্ঠ স্থানে রয়েছে আইআইটি খড়গপুর। তবে এই তালিকায় আরও পিছিয়ে ৪৭তম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইসার), কলকাতা রয়েছে ৬৭তম স্থানে।
আরও পড়ুন - Bardhaman News: মা-মেয়ের পচাগলা দেহ উদ্ধার বর্ধমানে, মৃত্যু ঘিরে রহস্য, ময়নাতদন্তের অপেক্ষা
রাজ্যের সেরা কলেজের তালিকায় কারা?
রাজ্যের সেরা কলেজের তালিকায় প্রথমেই রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ। দেশের সেরার নিরিখে এই কলেজের স্থান ষষ্ঠ। এর পর অষ্টম স্থানে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ। এর পর রামকৃষ্ণ বিদ্যামন্দির রয়েছে ১৯তম স্থানে। ২৪তম স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশম রেসিডেন্সিয়াল কলেজ। মেদিনীপুর কলেজ রয়েছে ৪২ তম স্থানে। সব শেষে লেডি ব্রেবোর্ন কলেজ রয়েছে ৪৭তম স্থানে।