বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ হলেন, ব্যবসা, বুদ্ধি, বাণীর কারক। আর মঙ্গল হলেন, সাহস, পরাক্রম আর ভূমির কারক। আসন্ন সময়েই তুলা রাশিতে বুধ, আর সেনাপতি মঙ্গলের যুতি হতে চলেছে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। এরফলে বহু রাশিতে কুপ্রভাব পড়তে পারে। এই সময় এমন ৩ রাশি রয়েছে, যার ভাগ্য বদল হতে পারে। অনেকেই ধন সম্পত্তির অধিকারী হতে পারেন। কারা কারা এই সময় লাকি হবেন? রইল রাশিফল।
কন্যা
এই যুতি আপনার গোচর কুণ্ডলীর দ্বিতীয় স্থানে হতে চলেছে। এই সময় আকস্মিক ধনলাভের যোগ তৈরি হবে। আপনি নতুন নতুন বন্ধু তৈরি করতে পারবেন। আপনার সামাজিক নেটওয়ার্কিংও আগের থেকে ভালো হবে। সম্পর্কের ক্ষেত্রে আগের থেকে বেশি আনন্দ আসবে। পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে। স্বপ্নগুলো বাস্তবে রূপান্তরিত হবে। স্বাস্থ্য আগের থেকে ভালোর দিকে যাবে। এই সময় আপনার ব্যক্তিত্ব আগের থেকে ভালোর দিকে যাবে।
( New Two-Tier GST: দুই স্ল্যাবে জিএসটি, দুর্গাপুজোর আগেই নতুন রেট আসছে! কী কী সস্তা, কোনগুলি দামি?)
( Putin Zelensky:‘জেলেনস্কিকে মস্কোয় আসতে দিন..’, রুশ-ইউক্রেন সংঘাতে বৈঠক ইস্যুতে পুতিন-বার্তা)
কর্কট
বহু দিক থেকে বিলাসি জিনিসের প্রাপ্তি হতে পারে। এই সময় আপনার সুখ সুবিধা বাড়তে পারে। বাড়িতে আনন্দের সীমা পরিসীমা থাকবে না। এমন কিছু ঘটনা ঘটে যাবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। স্বাস্থ্য ভালোর দিকে যাবে। প্রতিটি কাজে আসবে আত্মবিশ্বাস। জমি, বাড়ির দিক থেকে এই সময় ভালোর দিকে যাবে।
মকর
অক্টোবর মাসে হতে চলা এই যোগে চাকরি আর ব্য়বসায় বিপুল উন্নতি দেখা যাবে। প্রতিটি ক্ষেত্র থেকে সহযোগিতা পাবেন। দীর্ঘ দূরত্বের কোনও যাত্রায় যেতে পারেন। নতুন চাকরির দিক থেকে কোনও প্রমোশনের সুযোগ আসবে। আর্থিক দিক থেকে দারুন লাভ পেতে পারেন। কারোর সঙ্গে মিলে যদি কাজ করেন, তাহলে পাবেন লাভ। এই সময় পৈতৃক ব্য়বসা থেকেও লাভ পাবেন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )