ভাদ্র মাসের পূর্ণিমা তিথি দেবী লক্ষ্মীর পুজো এবং আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। তুলসী গাছকে মা লক্ষ্মীরই একটি রূপ বলে মনে করা হয়, তাই এই দিনে তুলসী পাতা ব্যবহার করে কিছু বিশেষ কাজ করলে দেবী অত্যন্ত প্রসন্ন হন।
ভাদ্র পূর্ণিমায় তুলসী পাতা দিয়ে করুন এই কাজ
সন্ধ্যায় বা রাতের দিকে এই কাজটি করলে বেশি ফলপ্রসূ হয়। এর জন্য প্রয়োজন কয়েকটি তুলসী পাতা (পাতাগুলো যেন ছেঁড়া বা নষ্ট না হয়), একটি পিতল বা তামার পাত্র, একটি লাল রঙের কাপড়ের টুকরা বা লাল সুতো, কয়েকটি কড়ি অথবা মুদ্রা (যেমন ১ টাকা বা ২ টাকার কয়েন), একটি ঘিয়ের প্রদীপ বা মোমবাতি
আরও পড়ুন - যোগনিদ্রায় পাশ পরিবর্তন করছেন বিষ্ণু, ৬ রাশির বাড়বে সঞ্চয়, অফিসে বড় সুখবর
কীভাবে করবেন?
১. প্রথমে আপনার বাড়ির পুজোর স্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন করুন। এরপর তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালান।
২. পাত্রে বিশুদ্ধ জল নিন এবং তাতে লাল কাপড়ের টুকরা ও কড়িগুলো রেখে দিন। এর সঙ্গে কয়েকটি তুলসী পাতা রাখুন।
৩. পাত্রটি আপনার বাড়ির পুজোর স্থানে রাখুন অথবা ঘরের উত্তর-পূর্ব কোণে (ঈশান কোণ) স্থাপন করুন।
৪. এবার মনে মনে দেবী লক্ষ্মীকে স্মরণ করে "ওঁ শ্রীং হ্রীং শ্রীং কমলে কমলয়ে প্রসীদ প্রসীদ ওঁ শ্রীং হ্রীং শ্রীং মহালক্ষ্ম্যৈ নমঃ" এই মন্ত্রটি ১০৮ বার জপ করুন।
৫. জপ শেষে দেবী লক্ষ্মীর কাছে আপনার আর্থিক সমৃদ্ধি ও পারিবারিক সুখের জন্য প্রার্থনা করুন।
আরও পড়ুন - ৫০ সাল বাদে চন্দ্রগ্রহণে বক্রী শনি! দণ্ডনায়কের অশুভ প্রভাব এড়াতে করুন এই কাজ
কী লাভ এই কাজে?
জ্যোতিষমতে, ভাদ্র পূর্ণিমার এই বিশেষ কাজটি ভক্তি সহকারে করলে দেবী লক্ষ্মী অত্যন্ত তুষ্ট হন। এর ফলে আর্থিক সমস্যা দূর হয় এবং ঘরে ধন-সম্পদ, সুখ ও শান্তি বৃদ্ধি পায়। এই কাজটি করার পর পাত্রে রাখা কড়ি বা মুদ্রাগুলো আপনার টাকা রাখার স্থানে (যেমন লকার বা ক্যাশবাক্স) রেখে দিন। এটি করলে আপনার উপার্জন বাড়বে এবং সঞ্চয় সুরক্ষিত থাকবে।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।