চলে এল সপ্তাহের টিআরপি তালিকা। চলতি সপ্তাহেও টিআরপি টপার পরশুরাম ধারাবাহিক। মাঝে দু-তিনটে সপ্তাহ প্রথম স্থান ফসকে গেলেও, ফের পয়লা স্থানে ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহার ধারাবাহিক। ঠিক দ্বিতীয় স্থানেই জি বাংলার পরিণীতা। পরশুরামের কাছে উদয় প্রতাপ সিং ও ঈশানীর ধারাবাহিক স্লট হারালেও, কাঁটায় কাঁটায় টক্কর দিয়েছে। পরশুরাম ও পরিণীতার মধ্যে নম্বরের ফারাক মাত্র .১ নম্বরের।
টিআরপি তালিকায় তৃতীয় স্থানেও রয়েছে জি বাংলারই মেগা জগদ্ধাত্রী। প্রাপ্ত নম্বর ৬.৭। চার নম্বরে নেমে এসেছে রাজরাজেশ্বরী রাণী ভবানী ধারাবাহিক। নম্বর উঠেছে ৬.৫। এমনকী, রাজরাজেশ্বরী রানী ভবানী-ও মাঝে বেঙ্গল টপার হয়েছিল। তবে উলটো দিকে থাকা দাদামণি-র নম্বর বাড়তেই, চাপে রানী ভবানী। নিঃসন্দেহে প্রথম পাঁচে থাকা ধারাবাহিকগুলোতে চলতি সপ্তাহে টক্কর একেবারে মাথায়-মাথায়। প্রসঙ্গত, পাঁচ নম্বরে ফুলকি।
ছয় নম্বরে চিরসখা। প্লুটোর মৃত্যু দেখানোর পর থেকে এই ধারাবাহিক নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। গত সপ্তাহে ছিল দ্বিতীয় স্থানে। কিন্তু চলতি সপ্তাহে ফের নেমে এল ষষ্ঠ স্ঠানে। ঠিক সাতেই চিরদিনই তুমি যে আমার।
বিগত কয়েক সপ্তাহে চিরদিনই তুমি যে আমার নিয়েও কম বিতর্ক হয়নি। কারণ ধারাবাহিকের দুই লিড দিতিপ্রিয়া রায় ও জিতু কমলের মধ্যেকার ঝামেলা। প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি চলে বেশ কয়েকদিন। এমনকী, হেনস্থার মতো সিরিয়াস অভিযোগ আসে জিতুর উপর দিতিপ্রিয়ার থেকে। পরে যদিও ব্যাপারটা মিটমাট করে পোস্টও আসে সোশ্যাল মিডিয়াতে।
দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা-
প্রথম: পরশুরাম (৭.০)
দ্বিতীয়: পরিণীতা (৬.৯)
তৃতীয়: জগদ্ধাত্রী (৬.৭)
চতুর্থ: রাজরাজেশ্বরী রাণী ভবানী (৬.৬)
পঞ্চম: ফুলকি (৬.৫)
ষষ্ঠ: চিরসখা (৬.৪)
সপ্তম: চিরদিনই তুমি যে আমার/ আমাদের দাদামণি (৬.২)
অষ্টম: কথা (৫.৩)
নবম: অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ(১৫ মিনিট) (৫.১)
দশম: তুই আমার হিরো (৪.৭)
চলতি সপ্তাহেই এসেছে কম্পাস আর কনে দেখা আলো-র প্রথম টিআরপি। শুরুর সপ্তাহে কম্পাসের নম্বর বেশ নড়বড়ে। এল মাত্র ২.৯ রেটিং। তবে কনে দেখা এল-র নম্বর অবশ্য খানিকটা ভালো। এসেছে ৪.৪ রেটিং।