খুব সম্প্রতি শিল্পা শেট্টির একটি পোস্ট দেখে জানা গিয়েছিল, তিঞ্জ তাঁর রেস্তোরাঁ বন্ধ করতে চলেছেন। খবরটি ছড়িয়ে পড়তেই বিভিন্ন রকম জল্পনা কল্পনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মনে করেন, আর্থিক জালিয়াতির পরেই হয়তো বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন শিল্পা।
বৃহস্পতিবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করে শিল্পা লিখেছিলেন, এই বৃহস্পতিবার একটি যুগের সমাপ্তি ঘটতে চলেছে। আমরা বিদায় জানাতে চলেছি বাস্তিয়ান বান্দ্রাকে। অসংখ্য স্মৃতি এবং অনেক মুহূর্ত জড়িয়ে রয়েছে এই রেস্তোরাঁর সঙ্গে।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
শিল্পার এই পোস্ট ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আরও একটি ভিডিয়ো পোস্ট করেন শিল্পা শেট্টি। ভিডিয়োর প্রথমেই দেখতে পাওয়া যায়, বারবার ফোন আসায় বিরক্ত শিল্পা। তারপরেই তিনি বলেন, ‘কাল থেকে প্রায় কয়েক হাজার ফোন এসেছে। তবে এর থেকেই প্রমাণ হয়ে যায়, আমার রেস্তোরাঁকে কত মানুষ ভালোবাসে।’
এরপরই আসল কথায় আসেন অভিনেত্রী। তিনি বলেন, আমাদের রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু তার বদলে নতুন রেস্তোরাঁ শুরু হতে চলেছে। নতুন রেস্তোরাঁর নাম হতে চলেছে ‘আম্মাকাই’। অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে এই নতুন রেস্তোরাঁ খুলবে বলে জানিয়েছেন অভিনেত্রী।
আম্মাকাই রেস্তোরাঁয় পাওয়া যাবে ব্যাঙ্গালোরের অথেনটিক দক্ষিণী খাবার। এছাড়াও জুহুতে শুরু হতে চলেছে বাস্তিয়ান বিচ ক্লাব। এর অর্থ হল, একটি গল্পের শেষে শুরু হতে চলেছে নতুন দুটি উপন্যাস। নতুন ইনিংস শুরু করার কথা ঘোষণা করে ভীষণ খুশি অভিনেত্রী।
প্রসঙ্গত, কিছুদিন আগেই এক ব্যবসায়ী রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টির বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ এনেছিলেন। যদিও গোটা ব্যাপারটি সাজানো বলে দাবি করেছিলেন এই তারকা জুটি। তবে এই ঘটনার কিছু দিনের মধ্যেই আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ জি মহারাজের কাছে গিয়েছিলেন রাজ ও শিল্পা।
আরও পড়ুন: 'বহুদিন হল নিখোঁজ...', জন্মদিনে কাকে হারিয়ে চিন্তিত শ্রীলেখা?
আরও পড়ুন: শরৎচন্দ্রের ‘পথের দাবি’-র ছায়ায় সিনেমা নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে মুক্তির তারিখ
গুরুর শারীরিক অবস্থার কথা জানতে পেরে নিজের একটি কিডনি দান করার প্রস্তাব দিতে দেখা গিয়েছিল রাজকে, যেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকেই বলেছিলেন বিতর্ক থেকে বাঁচার জন্যই এই পন্থা অবলম্বন করেছেন তিনি।