ফারহান আখতার অভিনেতা রণবীর সিংকে নিয়ে ‘ডন ৩’ বানাতে চলেছেন, এই খবর বহু দিন ধরেই শোনা যাচ্ছিল। এই ছবির খবর প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। তবে তার মাঝেই ঘটে ছন্দ পতন শোনা যায়, ‘ডন ৩’-এর কাজ নাকি স্থগিত রাখা হয়েছে।
কিন্তু এরপর শোনা যায় এই ছবির কাজ ফের শুরু হয়েছে। আর এবার খবর ‘ডন ৩’-এ নাকি পর্দার পুরানো ‘ডন’ অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে ক্যামিও করতে দেখা যাবে! তবে এই খবর সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু তিন ডনকে একসঙ্গে দেখা দর্শকদের জন্য যে বেশ বড় প্রাপ্তি হতে চলেছে তা তো বলাই বাহুল্য।
আরও পড়ুন: ছেলের জন্মের ৪ মাসের মধ্যে কীভাবে এত ওজন কমালেন পিয়া? অনুরাগীর প্রশ্নে মুখ খুললেন পরম-পত্নী
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে ‘ডন ৩’-তে একটি ক্রসওভার পরিকল্পনা করা হচ্ছে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ছবির গল্প নিয়ে কাজ করার সময়, ফারহান আখতার কিংবদন্তিদের উত্তরাধিকার ত্যাগের বিষয়টি নিয়ে ভেবেছিলেন, যেখানে রণবীর সিংকে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের সঙ্গে একসঙ্গে ফ্রেমে দেখা যাবে।
তবে এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। ফারহান আখতার বা ছবির অন্যান্য সদস্যরা কেউই এই খবর নিশ্চিত করেনি। তবে যদি অমিতাভ, শাহরুখ এবং রণবীরকে সত্যিই একসঙ্গে দেখা যায়, তাহলে তা ভক্তদের জন্য একটি বিশেষ মুহূর্ত হবে। এই দৃশ্যের জন্য অনেক অনুরাগী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ‘ডন ৩’ রণবীর সিংয়ের কেরিয়ারের একটি অন্যতম বিশেষ ছবি হতে চলেছে।
আরও পড়ুন: সাবিত্রীর সাজ নিয়ে কটাক্ষ! 'মনকে এখনও তেমন বুড়ো করে ফেলিনি যে, সাজব না…', জবাব বর্ষীয়ান অভিনেত্রী
তবে বাদশা ও শাহেনশাহর ক্যামিও ছাড়াও শোনা যাচ্ছিল যে, এই ছবির মাধ্যমে নাকি প্রিয়াঙ্কা চোপড়াও ফিরতে পারেন বলিউডে। তবে এই বিষয়েও নির্মাতারা মুখ খোলেননি। কেবল এটুকুই নয় ‘ডন ৩’-এ কৃতি শ্যানন থাকতে পারেন এমন খবরও হাওয়ায় ভাসছে।
আরও পড়ুন: 'চিরসখা'র 'প্লুটো' পার্থ এবার বিয়ের পিঁড়িতে? জুটিতে খেলেন আইবুড়োভাত! চিনুন তাঁর 'পার্টনার'কে