ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। আর একটা মাসও বাকি নেই মহালয়ার। এদিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে চণ্ডীপাঠ না শুনলে এখনও বাঙালির শারদীয়ার শুভারম্ভ হয় না। তবে এখন এর সঙ্গে টেলিভিশন ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমের মহিষাসুরমর্দ্দিনীও দর্শকদের কাছে সমান আকর্ষণীয় হয়ে উঠেছে। কোন অভিনেত্রীকে কোথায়, দেবীর কোন বিশেষ রূপে দেখা যাবে তার জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করেন। এবছর কোন চ্যানেলে কোন নায়িকাকে দেবী দুর্গা রূপে দেখা যাবে তা ইতিমধ্যেই জানিয়েছেন নির্মাতারা। জানা গিয়েছিল এবার ‘টেলি দুর্গা প্রোডাকশনস’-এ দেবী রূপে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে। তার টিজারও প্রকাশ্যে এসেছিল। এবার নির্মাতা জানালেন দিনক্ষণ।
আরও পড়ুন: বিয়ে নিয়ে চিন্তার ভাঁজ সায়কের কপালে? 'এখনও জীবনে কেউ…', যা বললেন অভিনেতা
অনেকেই ভাবছেন দিনক্ষণ আর নতুন করে বলার কী আছে? মহালয়ার ভোরেই নিশ্চয়ই মুক্তি পাবে। কিন্তু সেখানেই ট্যুইস্ট। মহালয়া নয়, বরং তার আগেই মুক্তি পাবে ‘টেলি দুর্গা প্রোডাকশনস’-এ বিশেষ নিবেদন ‘জয় জয় হে মহিষাসুরমর্দ্দিনী’। প্রকাশ্যে এল এই অনুষ্ঠানের নতুন প্রোমো।
শাঁখ বাজিয়ে প্রোমোর শুরু হচ্ছে। দেখা যাচ্ছে, দেবী রূপে শ্বেতা শঙ্খধ্বনি করছেন। তারপরই এক দেবতা করজোড়ে দেবীকে প্রণাম করছেন। আবহে তখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উদার্ত কন্ঠ, সঙ্গে 'বাজল তোমার আলোর বেণু…'র সুর। তারপর একে একে কখনও ত্রিশূল হাতে, আবার কখনও নৃত্যের ভঙ্গিমায় হাসি মুখে দেবী। আবার কখনও তিনি দশপ্রহরণ ধারিণী, সিংহ বাহিনী।
আরও পড়ুন: দেব-শুভশ্রীর পর কি এবার দেবশ্রী-প্রসেনজিৎ জুটি ফিরবে? 'এখন কিছু…', যা বললেন নায়িকা
তারপরই একেবারে অন্য সাজে মুখে স্নিগ্ধ হাসি আর বরাভয় মুদ্রায় তৃতীয় নয়ন মেলে প্রসন্ন মুখে দেখেন দেবী। দেখা যায় চক্র চালনা করে মহামায়া চন্ড-মুন্ডকে বধ করছেন। তারপরই পর্দায় ভেসে ওঠে মহিষাসুরের গর্জন আর ভয়ঙ্কর হাসি। দেবী নেন রণরঙ্গিণী রূপ। ত্রিশূল হাতে ঝাঁপিয়ে পড়েন অসুর দমনে। তাঁর হাতেই বধ হয় মহিষাসুর।
এরপরই মাঠ ভরা কাশের বনের মধ্যে দিয়ে ধুতি পরা কিছু ছোট্ট ছেলে দৌড়ে যায়। সেই কাশবনেই আলতা রাঙা পায়ে দেবীর আবির্ভাব হয়। বাহন সিংহকে নিয়ে এগিয়ে চলেন তিনি, আর আবহে শোনা যায়, ‘মা আসছেন সব অন্ধকার দূর করতে’। তারপরই এই অনুষ্ঠানের দিনক্ষণ জানানো হয়। ‘জয় জয় হে মহিষাসুরমর্দ্দিনী’ ২১ সেপ্টেম্বর নয় বরং ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মুক্তি পাবে ‘টেলি দুর্গা প্রোডাকশনস’-এ ইউটিউব চ্যানেলে।
প্রসঙ্গত, ২০২৪-এ ‘টেলি দুর্গা প্রোডাকশনস’ নিয়ে আসে তাদের প্রথম ‘মহিষাসুরমর্দ্দিনী’। সেখানে দুর্গারূপে দেখা মিলেছিল পর্দার 'রাইপূর্ণা' আরাত্রিকা মাইতির। তার আগে ‘টেলি দুর্গা প্রোডাকশনস’-এর ২০২১ সালে ‘আগমনী আড্ডা’র আয়োজন করেছিল সেখানে সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, পায়েল দে, মালবিকা সেনের মতো শিল্পীদের দেখা মিলে ছিল। তারপর ২০২৩-এ এই আড্ডায় উপস্থিত ছিলেন সোনামণি সাহা, দিব্যজ্যোতি দত্ত, সুদীপ মুখোপাধ্যায়রা।