চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা অনীক দত্ত পরিচালিত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’। কিন্তু ছবিটি মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে। আবির চট্টোপাধ্যায়ের অসহযোগিতার কথা পরিচালক অনীক দত্ত এবং প্রযোজক ফিরদাউসুল হাসান।
দুর্গাপুজোয় আবির অভিনীত ‘রক্তবীজ ২’ মুক্তি পাওয়ার কথা। ওই একই সময়ে এই ছবিটি মুক্তির কথা ভেবেছিলেন পরিচালক। কিন্তু একই সময়ে নিজের দুটি ছবি মুক্তি দেওয়ার স্বপক্ষে নন আবির, ফলে তৈরি হয়েছে মতভেদ। তবে অভিনেতা জানিয়েছেন, প্রচারে না গেলেও তিনি প্রথম থেকে যেমন ছবির সঙ্গে যুক্ত ছিলেন, এখনও তেমন আছেন।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
এই মনোমালিন্যের মধ্যেই এবার পরিচালকের মুখে শোনা গেল একটি বড় সিদ্ধান্তের কথা। সম্প্রতি আজকাল ডট ইনকে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে পরিচালক জানিয়েছেন, তিনি আর ছবি তৈরি করতে চান না। খুব সম্ভবত ‘যত কাণ্ড কলকাতাতেই’ শেষ ছবি হতে চলেছে পরিচালকের।
এর আগেও ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিটি ঘিরে ঠিক একই রকম ভাবে তৈরি হয়েছিল বিতর্ক। আবার একই সমস্যার সম্মুখীন হতে হল তাঁকে, ফলে বলা যেতে পারে কিছুটা বিরক্ত হই হয়তো তিনি এই সিদ্ধান্ত নেওয়ার কথা চিন্তাভাবনা করেছেন।
আজকাল ডট ইনকে পরিচালক বলেন, ‘আমার এখন শরীরের যা অবস্থা, তাতে আগের মত শরীর আমাকে সঙ্গ দেয় না। অনেক সময় শ্যুটিংয়ে উপস্থিত থাকতেও পারি না, নিজের সিনেমার কাজের সময় সেখানে উপস্থিত না থাকতে পারাটা সত্যি ভীষণ কষ্টের। তবে যেভাবে শরীর ভাঙছে, তাতেই আগামী দিনে আর নতুন কোনও ছবি তৈরি করার ইচ্ছা নেই আমার।’
আরও পড়ুন: 'বহুদিন হল নিখোঁজ...', জন্মদিনে কাকে হারিয়ে চিন্তিত শ্রীলেখা?
আরও পড়ুন: শরৎচন্দ্রের ‘পথের দাবি’-র ছায়ায় সিনেমা নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে মুক্তির তারিখ
পরিচালক আরও বলেন, ‘এই ইন্ডাস্ট্রি এমনিতেই ভীষণ ছোট। এর মধ্যেই যেভাবে দলাদলি চলছে, তা সত্যি ভীষণ দুঃখজনক। একটা সময় ছবি তৈরি করার ইচ্ছেই কমে যায়। এই কারণেই হয়তো আমি কখনও বলিনি বাংলা ছবির পাশে দাঁড়ান। যেখানে ইন্ডাস্ট্রির লোকেরাই একে অপরের পাশে দাঁড়ায় না, সেখানে দর্শকরা কীভাবে দাঁড়াবেন?’
মুম্বইয়ের কথা টেনে এনে পরিচালক বলেন, ‘বাংলার থেকে মুম্বইয়ে অনেক কাজ বেশি, সম্মান এবং অর্থ দুটোই বেশি। নতুনদের পাশে অনেক সিনিয়র পরিচালক-প্রযোজকরা এগিয়ে আসেন। কিন্তু এখানে আপনি কারও সাহায্য পাবেন না। কিন্তু আমি যদি শুধু টাকার জন্য ছবি বানাতাম তাহলে না হয় মুম্বইতে থাকতাম, কিন্তু আমি সবকিছু ভুলে শুধু ভালোবাসার টানে কলকাতায় এসেছিলাম।’
সবশেষে পরিচালক বলেন, ‘এখন আর ভালো লাগে না। ভালো ছবি তৈরি করেও দর্শকদের কাছাকাছি পৌঁছানো কঠিন। আমার ছবি নন্দনে জায়গা পাইনি অথচ বাঙালিরা নন্দনে বাঙালি ছবি দেখতে যাচ্ছেন। তাহলে এখানে ছবি বানিয়ে আর লাভ কি ?’