বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে পিতৃপক্ষের শুরু হতে চলেছে ৭ সেপ্টেম্বর। আর এই তিথি ২১ সেপ্টেম্বর পিতৃপক্ষের অবসানে শুরু হবে দেবীপক্ষ। প্রতিবারের মতো সেই দিন থেকেই দেবী দুর্গার আবাহন ধ্বনিত হবে দিকে দিকে! দেবীর আগমনবার্তা নিয়ে আসবে আরও এক মহালয়া। আর এই মহালয়া ও দুর্গাপুজোর আগে ২০২৫ সালে পিতৃপক্ষে রয়েছে গজকেশরী যোগ। জ্যোতিষ গণনা বলছে, ১৪ সেপ্টেম্বর ২০২৫ মিথুন রাশিতে চন্দ্র প্রবেশ করবেন। সেখানে গুরু বৃহস্পতি আগে থেকেই বিরাজমান, ফলত গুরু ও চন্দ্রের যোগে তৈরি হচ্ছে গজকেশরী যোগ। এই যোগ পিতৃপক্ষে তৈরি হবে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা কারা লাকি?
কন্যা
নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। অথবা পেতে পারেন চাকরি ক্ষেত্রে প্রমোশন। গজকেশরী যোগের ফলে কন্যা রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারেন। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা পাবেন বিপুল লাভ। লেখালিখি, মিডিয়ার সঙ্গে জড়িতরা বিশেষ লাভ পেতে পারেন। কোথাও যাত্রা করা বেশ লাভদায়ক হতে পারে। বিবাহিত জীবনে প্রেম বাড়বে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে।
সিংহ
আপনার আয়ে হু হু করে বৃদ্ধি দেখা যাবে। এই রাজযোগ আপনার রাশিতে আয়ের স্থানে হবে। আপনার আয় হু হু করে বৃদ্ধি পাবে। নতুন আয়ের মাধ্যমে টাকা রোজগার করতে পারবেন। চাকরিতে নতুন কোনও প্রজেক্ট তৈরি হতে পারে। যাঁরা পড়াশোনা করছেন, তাঁরা নতুন কোনও সুযোগ আসতে পারে। পরিবারে বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। বিনিয়োগ থেকে লাভ হবে।
বৃষ
গজকেশরী রাজযোগ, বৃষ রাশির জন্য বেশ লাভদায়ক হবে। এই রাজযোগ দ্বিতীয় স্থানে তৈরি হবে। এই সময় আকস্মিক ধনলাভ হবে। এই যোগের ফলে বৃষ রাশির জাতক জাতিকারা বাণী ও সঞ্চার কৌশল প্রাপ্ত করতে পারেন। অর্থকড়ির পরিস্থিতি আগের থেকে ভালো হবে। আপনার কথা বার্তায় অনেকে প্রভাবিত হবেন। আপনি বহু কাজই উদ্দীপনা নিয়ে করতে পারেন। কোনও ঋণ নেওয়া টাকা পেয়ে যেতে পারেন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )