নেটপাড়া জুড়ে বহুদিন ধরেই সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দের প্রেমের চর্চা অব্যহত। কিন্তু সত্যি তাঁরা একে অপরের ভালোবাসায় বাধা পড়েছেন কিনা তা নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন তাঁরা। তবে তাঁদের নিয়ে দর্শক তথা অনুরাগীদের আলোচনার শেষ নেই। কিছুদিন আগে সাহেব তাঁর ভাগ্নের জন্মদিনে একটি ছবি পোস্ট করেছিলেন আর তা দেখেই সুস্মিতার ছবি কেন দেখা যাচ্ছে না নিয়ে আলোচনা শুরু করেন নেটিজেনরা।
অনেকে আবার সুস্মিতাকে 'মামি' বলেও সম্বোধন করেন। নেটিজেনরা অনুমান করেন নায়িকাও অভিনেতার ভাগ্নের জন্মদিনের পার্টিতে গিয়েছে। আর তাঁদের সেই ভাবনাই এবার সত্যি হল! 'কথাগ্নি' ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখানেই সাহেবের ভাগ্নের জন্মদিনের পার্টিতে নায়কের সঙ্গে দেখা গিয়েছে পর্দার 'কথা'কে।
আরও পড়ুন: 'চিরসখা'র 'প্লুটো' পার্থ এবার বিয়ের পিঁড়িতে? জুটিতে খেলেন আইবুড়োভাত! চিনুন তাঁর 'পার্টনার'কে
রবিবার সাহেবের ভাগ্নে অর্থাৎ দিদি সোনম ভট্টাচার্য ও ফুটবলার জমাইবাবু সুনীল ছেত্রীর ছেলে ধ্রুবর জন্মদিন ছিল। খুদের জন্মদিন উপলক্ষ্যে নায়ক তার সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়েছিলেন। সেই ছবি দেখে অনেকেই সুস্মিতার খোঁজ করেন। অনেকে অনুমান করতে শুরু করেন, ধ্রুবর জন্মদিনে একা সাহেব নেই, সঙ্গে আছেন সুস্মিতাও।
আরও পড়ুন: সাবিত্রীর সাজ নিয়ে কটাক্ষ! 'মনকে এখনও তেমন বুড়ো করে ফেলিনি যে, সাজব না…', জবাব বর্ষীয়ান অভিনেত্রী
তারপর মঙ্গলবার রাতে 'কথাগ্নি মোমেন্টস' নামে একটি পেজ থেকে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয় সেখানেই দেখা মেলে সাহেব-সুস্মিতার। সামনাসামনি তাঁদের মুখ দেখা না গেলেও সাইড থেকে তাঁদের দেখা যায়। জিন্স, শার্ট ও কোটে দেখা মেলে নায়কের। অন্যদিকে, নায়িকার পরনে ছিল একটি সাদা রঙের ওয়ান পিস। এই ধরনেরই একটি ওয়ান পিসে সুস্মিতাকে হানি সিংয়ের কনসার্টেও দেখা গিয়েছিল।
ভিডিয়োয় দেখেই বোঝা যায় তাঁরা একটি পার্টিতে আছেন, সেখানে বড়দের পাশাপাশি বেশ কিছু বাচ্চাও রয়েছে। আর সেখানেই একটি জায়গায় ধ্রুবর নাম লেখা ছিল। ফলে সব মিলিয়ে বোঝাই যায় যে, তাঁরা ধ্রুব নামে কোনও একটি বাচ্চার জন্মদিনের পার্টিতে আছেন। আর সাহেবের ভাগ্নের নামও ধ্রুব। ফলে দুই দু'য়ে চার করতে অসুবিধা হয় না 'কথাগ্নি' ভক্তদের।