চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী জানিয়েছেন যে, তাঁর ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর প্রযোজকরা আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন। কারণ, তাঁদের দাবি, পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ কর্মকর্তারা রাজ্যের থিয়েটার মালিকদের এই ছবি প্রদর্শন না করার জন্য হুমকি দিচ্ছেন। ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির বিষয়ে বিবেক জানিয়েছেন, এই ছবি ১৯৪৬ সালের আগস্ট মাসে কলকাতায় (তৎকালীন ক্যালকাটা) সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গা, যা ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ নামে পরিচিত, তার উপর ভিত্তি করে তৈরি। এই ছবিটি ইতিমধ্যেই বেশ কিছু বিতর্কের মুখোমুখি হয়েছে। এমনকী, ট্রেলার লঞ্চও ব্যহত হয়েছিল। শেষ মুহূর্তে অনুষ্ঠানের অনুমতি বাতিল হয়। এমনকী, অনুষ্ঠান পরেরদিনে শিফট করাতে হয়।
‘দ্য বেঙ্গল ফাইলস’ এই শুক্রবার মুক্তি পাচ্ছে। মুক্তির আগে, মুম্বইতে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গ সরকার যা করছে তা অবৈধ এবং অসংবিধানিক। আমরা একটি রিট পিটিশন দায়ের করার পরিকল্পনা করছি, কিন্তু কাল কী কি হয় তার উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নেব এবং সেই অনুযায়ী আইনি পদক্ষেপ নেব।’
চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী দাবি করেছেন যে, তিনি পশ্চিমবঙ্গের থিয়েটার মালিকদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছেন যে, তাদের ছবি প্রদর্শন না করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। ‘অনেক থিয়েটার মালিক-সহ, বড় বড় মাল্টিপ্লেক্স চেইনের কর্মকর্তারা বলেছেন যে, পুলিশ তাদের ভয়ঙ্কর পরিণতির হুমকি দিয়েছে যদি তারা ছবিটি মুক্তি দেয়।’, বলেন বিবেক।
চলচ্চিত্র নির্মাতার স্ত্রী এবং এই ছবির সহ-প্রযোজক পল্লবী যোশী, যিনি ছবিতে অভিনয়ও করেছেন, ইতিমধ্যেই এই বিষয় নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যোগাযোগ করেছেন। এবং হস্তক্ষেপের আবেদন করেছেন। অগ্নিহোত্রী বলেন, ছবিটি বাংলায় ডাব করা হয়েছে ‘কারণ লক্ষ লক্ষ বাঙালি মানুষ এটি দেখতে চায়’।
‘দ্য বেঙ্গল ফাইলস’ সম্পর্কে
‘দ্য বেঙ্গল ফাইলস’ হল বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য ফাইলস’ ত্রয়ীর শেষ অধ্যায়। যার আগে ছিল ‘দ্য তাশখন্দ ফাইলস’ (২০১৯) এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’ (২০২২)। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার। বাংলা থেকে ছবিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাশ ও মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতারা।