সৌম্য বন্দ্যোপাধ্যায় এবং দেবলীনা দত্ত, দুজনেই টলিউডের খ্যাতনামা দুই শিল্পী। দুজনেই একসময় বিবাহিত ছিলেন, কিন্তু আজ দুজনেই সিঙ্গল। টলিপাড়ায় গুঞ্জন অনুযায়ী, সৌম্য এবং দেবলীনা নাকি একে অপরের ‘বিশেষ বন্ধু’। যদিও এই খবরকে চিরকাল গুঞ্জন বলেই উড়িয়ে এসেছেন সৌম্য এবং দেবলীনা।
তবে প্রেমের খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিলেও দুই তারকাই বারবার একে অপরকে ‘ভালো বন্ধু’ বলে উল্লেখ করেছেন। তবে এবার এই দুই বিশেষ বন্ধুকে একসঙ্গে দেখা যাবে পর্দায়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় একটি প্রজেক্টে একসঙ্গে অভিনয় করবেন এই দুই শিল্পী।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
এবার প্রশ্ন, সিনেমা না ওয়েব সিরিজ, সৌম্য এবং দেবলীনা জুটিকে দেখতে পাওয়া যাবে কোথায়? না, এর কোনওটাই নয় কারণ শিবপ্রসাদ এবং নন্দিতার প্রজেক্টটি মূলত একটি মসলার কোম্পানির বিজ্ঞাপন। তবে বিজ্ঞাপনের কাজ হলেও সৌম্য এবং দেবলীনাকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।
প্রসঙ্গত, ২০১২ সালে তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দেবলীনা। কন্যাকুমারীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দেবলীনার সঙ্গে পথ চলা শুরু করেছিলেন তথাগত। কিন্তু ২০২১ সালের শেষের দিকে আচমকাই বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা।
আরও পড়ুন: 'বহুদিন হল নিখোঁজ...', জন্মদিনে কাকে হারিয়ে চিন্তিত শ্রীলেখা?
আরও পড়ুন: শরৎচন্দ্রের ‘পথের দাবি’-র ছায়ায় সিনেমা নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে মুক্তির তারিখ
তথাগত এবং দেবলীনার বিবাহ বিচ্ছেদের কারণ হিসাবে বারবার উঠে এসেছিল বিবৃতির সঙ্গে তথাগতর ঘনিষ্ঠতার কথা। বর্তমানে আলোকবর্ষার সঙ্গে সম্পর্ক রয়েছেন তথাগত। সমাজমাধ্যমে প্রায়ই দেখা যায় এই জুটির ছবি।
অন্যদিকে অভিনেত্রী স্বরলিপি চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সৌম্য বন্দ্যোপাধ্যায়।সেই সম্পর্ক পরবর্তী সময় ভেঙে যায়। এই মুহূর্তে সৌম্য এবং দেবলীনা একে অপরের ভীষণ ভালো বন্ধু। যদিও সাধারণ মানুষ চায়, এই বন্ধুত্ব এবার পরিণতি পাক।
প্রসঙ্গত, ‘নষ্টনীড়’ হোক বা ‘গভীর জলের মা’ছ, একাধিক ওয়েব সিরিজ এবং সিনেমায় অসাধারণ অভিনয় করে বারবার মন জয় করে নিয়েছেন সৌম্য। পজিটিভ হোক বা নেগেটিভ প্রতিটি চরিত্রে তিনি সমানভাবে সাবলীল।
অন্যদিকে একজন অসাধারণ অভিনেত্রী হওয়ার পাশাপাশি দেবলীনা একজন দুর্দান্ত নৃত্যশিল্পী। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তিনি মাঝেমধ্যেই থাকেন খবরের শিরোনামে।