২০২৫ সালে একের পর এক ছবি নিয়ে ভীষণ ব্যস্ত সৃজিত মুখোপাধ্যায়। বছরের শুরুতেই ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, ‘কিলবিল সোসাইটি’ মুক্তি পেয়েছে। বড়দিনে মুক্তি পাবে পরিচালকের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গ রে’। দুর্গাপুজোয় ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে যত কাণ্ড কাঠমান্ডুতে। এই সবকিছুর মধ্যেই আবারও একটি বড় ঘোষণা করলেন পরিচালক। আগামী ছবির নাম ঘোষণা করে তিনি প্রকাশ্যে আনলেন ছবির নাম ও ছবি মুক্তির তারিখ।
৩১ অগস্ট সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন পরিচালক যেখানে লেখা, ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবি’ বই প্রকাশিত হওয়ার শতবর্ষ উপলক্ষে এই সিনেমাটি তৈরি করতে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হতেই দর্শকদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে।
আরও পড়ুন: নাম না করেই শ্বেতাকে তুলোধোনা মৌমিতার, সমাজমাধ্যমে কোন সত্যি তুলে ধরলেন তিনি?
আরও পড়ুন: এবার পুজোয় ফেলুদার সঙ্গে পাড়ি দিন কাঠমান্ডু, কোন ওটিটি-তে মুক্তি পাবে সিরিজটি?
তবে এখন শুধুমাত্র সিনেমার নাম ও মুক্তির তারিখ প্রকাশ্যে এনেছেন পরিচালক। আগামী বছরের ১ মে মুক্তি পাবে ছবিটি। তবে সিনেমার কাস্টিং সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। যদিও পরিচালকের কমেন্ট বক্সে অনেকেই জানিয়েছেন, আগামী ছবিতে দেবকে দেখতে চান তাঁরা।
প্রসঙ্গত, ১৯২৬ সালের ৩১ আগস্ট প্রকাশিত হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘পথের দাবি’ বইটি। ১৯২৭ সালের জানুয়ারি মাসে এই বইটি নিষিদ্ধ করে দেয় ইংরেজ সরকার। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, বইটির শতবর্ষ সম্পূর্ণ হওয়ার দিনেই এই সিনেমাটির কথা ঘোষণা করলেন পরিচালক।
সিনেমার যৌথ প্রযোজনায় থাকবে শ্রীকান্ত মেহতা-মহেন্দ্র সোনির এসভিএফ প্রযোজনা সংস্থা এবং রানা সরকারের দাগ ক্রিয়েটিভ মিডিয়া। চিত্রনাট্য লেখার কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষের দিকেই ছবির কাজ শুরু করে দেবেন পরিচালক।
আরও পড়ুন: আয়ার হাতে নির্যাতিত কৃষভি, মায়েদের উদ্দেশ্যে বিশেষ বার্তা কাঞ্চন-শ্রীময়ীর
আরও পড়ুন: নতুন রূপে আত্মপ্রকাশ ঋতুপর্ণার, ফরাসি ভাষায় প্রকাশিত হবে তাঁর প্রথম কবিতার বই
উল্লেখ্য, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পরিণীতা’ অথবা ‘দেবদাস’ গল্পকে নিয়ে একাধিকবার তৈরি হয়েছে সিনেমা। বড় পর্দায় সেই সিনেমা সাফল্যও অর্জন করেছে একাধিকবার। এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একবারে অন্যরকম একটি গল্পকে সঙ্গে নিয়ে মানুষের মন জয় করার উদ্দেশ্যে প্রথম পদক্ষেপ নিলেন সৃজিত।