'বিশ্ব স্বীকার করে যে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) ভারতের বিশেষ ক্ষমতা রয়েছে। এখন, আমাদের কাজ সুযোগ হাতছাড়া করা নয়।' ‘স্টার্টআপ মহাকুম্ভ, ২০২৪’ উদ্বোধনের সময় এই কথাগুলি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তিনি বিশ্বব্যাপী এআই বিপ্লবে ভারতকে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে উত্থানের কথা তুলে ধরেন। আর সেই এআই বিপ্লবের অন্যতম দুই সহযোদ্ধা হলেন বছর তেইশের রোহান বশিষ্ঠ এবং ফারাজ সিদ্দিকী। (আরও পড়ুন: শরিক হারাবে NDA? কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে চরমে জল্পনা, মোদীর গদি কি টলবে?)
আরও পড়ুন-মহারাষ্ট্রে হাড়হিম-কাণ্ড! বিয়ের পথে কাঁটা, প্রেমিকাকে খুনের পর যুবক যা করলেন...
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরুতেই অ্যামাজন এবং মাইক্রোসফটের চাকরি ছেড়ে নিজস্ব এআই স্টার্টআপ 'ব্লুজে' চালু করেন দুই ইঞ্জিনিয়ার রোহান বশিষ্ঠ এবং ফারাজ সিদ্দিকী। আর কয়েক মাসের মধ্যে বিনিয়োগকারীদের থেকে ৪ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে স্টার্টআপটি। সান ফ্রান্সিসকো-ভিত্তিক এই সংস্থাটি ভয়েস এজেন্টদের উপর জোর দিয়ে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারা এআই এজেন্টদের গুণমানের নিশ্চয়তা প্রদান করে । ব্লুজে-এর সহ-প্রতিষ্ঠাতা রোহান বশিষ্ঠ এবং ফারাজ সিদ্দিকী ওয়াই কম্বিনেটরের স্প্রিং ২০২৫ ব্যাচ থেকে স্নাতক করেছেন। রোহান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত বিকশিত হওয়ায় তিনি প্রথম চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।তাঁর কথায়, 'এটা সম্পর্কে জানার জন্য আমাকে অ্যামাজনে ছয় বছর থাকার প্রয়োজন নেই।আমি যা করছি তাতে দ্রুত শিখতে পারব। (আরও পড়ুন: চিনের মাটিতে জিনপিংয়ের মুখোমুখি মোদী, ঘুম কি উড়বে ওয়াশিংটনের?)
আরও পড়ুন: ট্যারিফ দ্বন্দ্বে ভারতকে 'অনমনীয়' অবস্থান পুনর্বিবেচনার আহ্বান প্রাক্তন আমলার
ভারতীয় দুই তরুণের উদ্যোগে হিপোক্রেটিক এআই, ডিপগ্রাম, পাথএআই এবং অন্যান্যদের-সহ বিশিষ্টরা বিনিয়োগ করেছে।ব্লুজে বিভিন্ন ভাষা, উচ্চারণ, শব্দ এবং ব্যক্তিত্বের সঙ্গে লড়াই করতে পারে এমন কৃত্রিম গ্রাহক তৈরি করে এআই এজেন্টদের স্ট্রেস-পরীক্ষা করে। রোহান বলেন, কোম্পানির 'অতিরিক্ত মসৃণ' মনোভাব, হালকা ব্র্যান্ডিং এবং মাসকট প্রতিযোগীদের মধ্যে তাদের আলাদা করে তুলতে সাহায্য করে। তিনি আরও বলেন, সংস্থার নামকরণ এমনভাবে করা হয়েছে যে তারা বারবার এজেন্টদের ডাকছেন, ঠিক যেমন পাখিরা একে অপরকে বিপদের সময় সতর্ক করে। পরীক্ষার পাশাপাশি, ব্লুজে ক্লায়েন্টদের এআই এজেন্টের কর্মক্ষমতা পর্যবেক্ষণ করতে সহায়তা করে।ব্লুজে তার সংগ্রহ ব্যবহার করে ডেভেলপার, গবেষক এবং কর্মী নিয়োগ করবে।ব্লুজে একা নয়, ব্রেইনট্রাস্ট , অ্যারাইজ এআই এবং গ্যালিলিও-সহ বেশ কয়েকটি সংস্থা এআই এজেন্টদের বিস্তারে বিশেষ উদ্যোগ নিচ্ছে।