২০২২ সালে লাল সিং চাড্ডা ছবির ব্যর্থতার পর রীতিমতো নিজেকে বড় পর্দা থেকে সরিয়ে নিয়েছিলেন আমির খান। ৩ বছর পর আবার সিতারে জমিন পর ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরে আসেন তিনি। এই ছবিটি নিয়ে প্রথম থেকেই ভীষণ আশাবাদী ছিলেন অভিনেতা, সেই সমস্ত আশা সত্যি করে বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করেছে সিতারে জমিন পর।
সম্প্রতি রেডিট ব্যবহারকারী সিতারে জামিন পর ছবির সাকসেস পার্টির অভ্যন্তরীণ দৃশ্য তুলে ধরেছেন সকলের সামনে। যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, একটি নীল সাদা কুর্তা এবং প্যান্ট পরে আমিরকে ‘গুড ফর নাথিং’ গানের তালে তালে নাচ করতে দেখা যায়।
আরও পড়ুন: আয়ার হাতে নির্যাতিত কৃষভি, মায়েদের উদ্দেশ্যে বিশেষ বার্তা কাঞ্চন-শ্রীময়ীর
আরও পড়ুন: নতুন রূপে আত্মপ্রকাশ ঋতুপর্ণার, ফরাসি ভাষায় প্রকাশিত হবে তাঁর প্রথম কবিতার বই
আমিরকে সঙ্গ দেন সিনেমার অন্য কলাকুশলীরা। শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও তাঁরা যেভাবে আমির খানের ভরসা জুগিয়েছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। শুধু এই একটি গানের তালে তালে নয়, লাগান সিনেমার ‘মিতোয়া’ গানের তালে তালেও নাচ করতে দেখা যায় আমিরকে।
ভিডিয়োটি দেখে একজন মন্তব্য করে লেখেন, এটা খুবই দুর্দান্ত। অন্য একজন লেখেন, ভীষণ ভালো লাগছে দেখে। তৃতীয় একজন লেখেন, আপনি অনেক ভালো মানুষের সংস্পর্শে আসতে পারেন এই সিনেমায় অভিনয় করে। চতুর্থ একজন লিখেছেন, এই ভাবেই গৌরীকে প্রপোজ করেছেন বুঝি!
আরও পড়ুন: নাম না করেই শ্বেতাকে তুলোধোনা মৌমিতার, সমাজমাধ্যমে কোন সত্যি তুলে ধরলেন তিনি?
আরও পড়ুন: এবার পুজোয় ফেলুদার সঙ্গে পাড়ি দিন কাঠমান্ডু, কোন ওটিটি-তে মুক্তি পাবে সিরিজটি?
সিতারে জমিন পর প্রসঙ্গে
আর এস প্রসন্ন পরিচালিত এবং আমির খান এবং অপর্ণা পুরোহিত প্রযোজিত এই ছবিটি ২০০৭ সালের ক্লাসিক সিনেমা তারে জামিন পর ছবির দ্বিতীয় ভাগ। এই সিনেমায় আমিরের সঙ্গে অভিনয় করেছিলেন জেনেলিয়া ডিসুজা। অভিনয় করেছিলেন নবাগত অভিনেতা আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর।
১২২ কোটি টাকা বাজেটে নির্মিত এই ছবিটি বিশ্বব্যাপী ২৬৭.৫১ কোটি টাকা এবং ভারতে ১৬৭.৪৬ কোটি টাকা আয় করেছে। এটি বক্স অফিসে হিট ছবি হিসেবে নির্বাচিত হয়েছে এবং ইউটিউবে মাত্র ১০০ টাকার বিনিময়ে এই সিনেমাটি দেখতে পাবেন দর্শকরা।