আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পরেও এতটুকু ছবিটা বদলায়নি। ফের ইউক্রেনে রাতভর রাশিয়ার তীব্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। ধ্বংস হয়েছে বহু বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই আবহে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় বন্ধুদের কাছে ফের মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপের আবেদন করলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
কিয়েভ, ডনেৎস্ক, ডিনিপ্রো, খমেলনিৎস্কি, সুমি, খারকিভের মতো বিভিন্ন শহরে শনিবার রাতে আছড়ে পড়ে রুশ ক্ষেপণাস্ত্র। শনিবার ভোরে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, রাশিয়া ‘ব্যাপক হামলা’ চালিয়েছে জাপোরিঝিয়া অঞ্চলে। স্থানীয় প্রশাসন প্রধান ইভান ফেদোরভ বলেন, হামলায় বহু বাড়িঘর ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যাফে, সার্ভিস স্টেশন ও কারখানা।একই সময়ে ইউক্রেনের ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গভর্নর সেরহিয়ি লিসাক জানিয়েছেন, ডিনিপ্রো ও পাভলোহরাদ শহরে হামলা হয়েছে। তিনি স্থানীয়দের সতর্ক থাকতে ও আশ্রয় নেওয়ার আহ্বান জানান।সূত্রের খবর, রাশিয়ার হামলায় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইউক্রেনীয় সেনারা দাবি করেছে, তারা ৫৩৭ ড্রোনের মধ্যে ৫১০টি ও ৪৫ ক্ষেপণাস্ত্রের মধ্যে ৩৮টি ধ্বংস করেছে। তবুও ৭টি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানে।ইউক্রেনীয় সেনারা পাল্টা রাশিয়া-অধিকৃত ক্রাসনোদার ও সিজরান অঞ্চলের তেল শোধনাগারে ড্রোন হামলা চালায়। সামরিক গোয়েন্দাদের দাবি, ওইসব শোধনাগারে আগুন ধরে গেছে।
ভলোদিমির জেলেনস্কির প্রতিক্রিয়া
শনিবার এক্স পোস্টে ইউক্রেন প্রেসিডেন্ট রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানিয়েছেন।শুধু তাই নয়, রুশ সেনাবাহিনীতে অর্থায়নকারী সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। জেলেনস্কি বলেন, 'আসন্ন শীর্ষ বৈঠক সামনে রেখে রাশিয়া নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে।' তিনি জোর দিয়ে বলেন, রুশ সেনাদের অর্থায়নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ব্যাঙ্ক ও জ্বালানি খাতে কার্যকর নিষেধাজ্ঞা ছাড়া শান্তির সম্ভাবনা নেই।এদিকে জেলেনস্কি জানান, পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে প্রাক্তন পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবিকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে তদন্ত চলছে এবং হত্যাকারী এখনও ধরা পড়েনি।
ইইউ প্রতিরক্ষা মন্ত্রীরা শুক্রবার কোপেনহেগেনে বৈঠকে বসে জানিয়েছে, যুদ্ধবিরতির পরিস্থিতি তৈরি হলে ইউক্রেনীয় সেনাদের নিজেদের ভূখণ্ডেই প্রশিক্ষণ দেওয়া হবে। জেলেনস্কি জানিয়েছেন, তিনি আগামী সপ্তাহে ইউরোপীয় নেতাদের সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আরও আলোচনা করবেন। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সম্পৃক্ত করার ইঙ্গিত দেন তিনি।
প্রাক্তন পার্লামেন্ট স্পিকার খুন
এই অস্থির পরিস্থিতির মধ্যেই ইউক্রেনে সংঘটিত হয়েছে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা। ইউক্রেনের প্রাক্তন পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবি খুন হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুরে ইউক্রেনের লভিভ শহরের ফ্রাঙ্কিভস্ক জেলার পুলিশ গুলির শব্দ পাওয়ার পর তদন্তে নামে। পুলিশের প্রাথমিক অনুমান, আন্দ্রি পারুবিকে লক্ষ্য করে এক দুষ্কৃতী একাধিকবার গুলি করেছে।একটি বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইগোর ক্লাইমেঙ্কো এবং প্রধান প্রসিকিউটর রুসলান ক্রাভচেঙ্কো লভিভে এই ভয়াবহ হত্যাকাণ্ড সম্পর্কে রিপোর্ট করেছেন। আন্দ্রি পারুবি নিহত হয়েছেন। তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা।’
২০১৪ সালে রাশিয়া সমর্থিত প্রাক্তন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করার পিছনে ইউক্রেনের মাইদান আন্দোলনের অংশ ছিলেন ৫৪ বছর বয়সি আন্দ্রি পারুবি। সেই আন্দোলনে ভূমিকা রাখার জন্য পরিচিতি পান তিনি। মূলত ওই আন্দোলন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)’র সঙ্গে ইউক্রেনের সম্পর্ক আরও দৃঢ় করার পক্ষে ছিল।