বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর ছাব্বিশের আগেই মতুয়া রাজনীতিতে নয়া মোড়।মতুয়া-ঠাকুরবাড়িতে ভাইয়ে-ভাইয়ে দ্বন্দ্বের মধ্যে কি মতুয়া-রাজনীতির সমীকরণ বদলাচ্ছে? এই প্রশ্নেই এখন সরগরম রাজ্য রাজনীতি। কারণ, ভোটার তালিকায় বিশেষ সংশোধনের বিরুদ্ধে এবার সরাসরি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দ্বারস্থ হলেন মতুয়াদের একাংশ।
বঙ্গ রাজনীতিতে মতুয়ারা বরাবর 'ফ্য়াক্টর'। কিন্তু রাজনীতির প্রশ্নে আবার বারবারই ঠাকুরবাড়ির দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। শুধুমাত্র বিজেপি সাংসদই নন, শান্তনু ঠাকুর নরেন্দ্র মোদী সরকারে মন্ত্রী। উল্টো দিকে মমতাবালা ঠাকুরকে রাজ্যসভায় পাঠিয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে কংগ্রেসের দিকে ঝুঁকছেন মতুয়া সম্প্রদায়ের একাংশ। ভোটার তালিকায় 'কারচুপি'র অভিযোগে বিহারে এই মুহূর্তে 'ভোটার অধিকার যাত্রা' করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাই রাহুলের সঙ্গে দেখা করতে শুক্রবার মতুয়াদের ৩০ জন প্রতিনিধির একটি দল বিহার রওনা দেয়। বনগাঁ থেকে হাওড়া হয়ে পাটনা রওনা দেন তাঁরা।শনিবার ছাপরায় 'ভোটার অধিকার যাত্রা' করছেন কংগ্রেস নেতা। এদিন সেখানেই গিয়ে রাহুলের সঙ্গে দেখা করেন মতুয়া-প্রতিনিধিরা।
কংগ্রেস সূত্রে খবর, শনিবার 'ভোটার অধিকার যাত্রা' শুরুর আগে সকাল ৯টা ১৫ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত মতুয়া-প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন রাহুল গান্ধী। বৈঠকে মতুয়াদের সম্পর্কে খোঁজখবর নিয়েছেন তিনি। তাঁদের সমস্যাগুলিও জানতে চান। এসআইআর চান না বলে মতুয়া প্রতিনিধিরা সরাসরি জানান কংগ্রেস নেতাকে। পাশাপাশি, রাহুল যে জাতিগণনার দাবি করে আসছিলেন বরাবর, সে ব্যাপারে তাঁকে সমর্থন জানান সকলে। বৈঠকে রাহুল গান্ধী মতুয়া প্রতিনিধিদের জানান, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর মাধ্যমে সকলকে খবর পাঠাবেন তিনি। নির্দিষ্ট দিন ঠিক করার পর দিল্লিতে ডাকবেন সকলকে। সেখানে বিস্তারিত আলোচনা হবে। অন্যদিকে, রাহুলের সঙ্গে দেখা করতে পেরে খুশি মতুয়া-প্রতিনিধিরাও। এমনকী একমা থেকে ছাপরা পর্যন্ত 'ভোটার অধিকার যাত্রা'য় যোগও দেন তাঁরা। মতুয়া প্রতিনিধিদের অভিযোগ, বিজেপি এবং তৃণমূল, দুই দলই তাঁদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে। ভোট এলেই কাগজপত্র চাওয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। আতঙ্কিত রয়েছেন তাঁরা। এই সমস্যা খতিয়ে দেখা হবে বলে তাঁদের আশ্বস্ত করেছেন রাহুল গান্ধী। বস্তুত, মতুয়া প্রতিনিধিদের সঙ্গে রাহুলের এই সাক্ষাতে অনুঘটকের ভূমিকা পালন করেছেন অধীর চৌধুরী। তাঁরই উদ্যোগে রাহুলের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন মতুয়া-প্রতিনিধিরা।
'রাহুল দাদা'
শনিবার কংগ্ৰেস নেতার সঙ্গে মতুয়া প্রতিনিধিদের সাক্ষাতের ছবিতে নজর কেড়েছে একটি ব্যানার। ওই ব্যানারে বিরোধী দলনেতাকে 'রাহুল দাদা' বলে উল্লেখ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'এসআইআর-এ বিপদ, কংগ্রেসে নিরাপদ'। পাশাপাশি রাহুল গান্ধীকে পশ্চিমবঙ্গে স্বাগত জানানো হয়েছে মতুয়া মহাসঙ্ঘের ওই ব্যানারে। রাহুলের সঙ্গে মতুয়া প্রতিনিধিদের এই সাক্ষাৎ রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতুয়া-ভোট নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বিস্তর টানাপোড়েনের সাক্ষী হয়েছে রাজ্যবাসী। কিন্তু গত কয়েক বছরে মতুয়াদের পাশে বিজেপির 'ভোটব্যাঙ্ক' তকমাও সেঁটে যায়। বিজেপির ছোট-বড় নেতানেত্রী থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহদেরও মতুয়াদের মনজয়ের চেষ্টা করতে দেখা যায়। শুধু তাই নয়, কেবল মতুয়াদের খুশি করতেই শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয় বলে শোনা যায়।